বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০২২, ০৫:৪৪:৪৯

টি-২০ ক্রিকেটে ডেথ ওভারের বাদশা তিনিই

টি-২০ ক্রিকেটে ডেথ ওভারের বাদশা তিনিই

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে তরুণ অর্শদীপ সিংয়ের হাতে বল তুলে দেওয়া হয়েছিল ১৮ এবং ২০তম ওভারে। দুই ওভারেই উইকেট তুলে নেন তিনি। সেই ম্যাচে তিনি উইকেট না নিলেও হয়তো ভারত জিতত। 

তবে ওই সময় এসে উইকেট তুলে নেওয়া এবং মাত্র সাত রান দেওয়া বুঝিয়ে দেয় যে ডেথ ওভারে তিনি কতটা কার্যকর। অর্শদীপ এখনও পর্যন্ত মাত্র চারটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেললেও ডেথ ওভারে তার দক্ষতা নজর কেড়েছে। অর্শদীপ বুঝিয়ে দিয়েছেন, টি-২০ ক্রিকেটে ডেথ ওভারের বাদশা তিনিই।

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে কি তাকে দেখা যাবে? ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম তিনটি ম্যাচে বুমরা না থাকলেও ডেথ ওভারে বল করতে এসে ভারতকে ভরসা দিয়েছেন অর্শদীপ। তার সম্পর্কে ভারতের বোলিং কোচ পরেশ মাম্ব্রে কথা বলেছেন।

তিনি বলেন, “অর্শদীপকে আইপিএলের সময় থেকে দেখছি। ওর সব থেকে বড় গুণ হচ্ছে চাপ নেওয়ার ক্ষমতা। লক্ষ করে দেখবেন অর্শদীপ সব থেকে কঠিন সময়ে বল করে। পাওয়ার প্লে এবং ডেথ ওভার। সেখানে নিজের চরিত্র বুঝিয়েছে সে। ভারতীয় দলের হয়ে অর্শদীপ যে নিজেকে প্রমাণ করতে পেরেছে তাতে আমি খুশি।”

অর্শদীপের বয়স মাত্র ২৩ বছর। ৬ ফুট তিন ইঞ্চির এই তরুণ পেসার ১৪০-১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারেন। পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেটে ২০১৮ সালে অভিষেক হয় অর্শদীপের। ৬টি প্রথম শ্রেণির ম্যাচে তার সংগ্রহ ২১টি উইকেট। লিস্ট এ-তে খেলেছেন ১৭টি ম্যাচ। সেখানেও নিয়েছেন ২১টি উইকেট। 

অর্শদীপ ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলেও ছিলেন। ২০১৯ সালে আইপিএলের নিলামে তাকে কিনে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব (এখন পাঞ্জাব কিংস)। প্রথম বছর মাত্র তিনটি ম্যাচ খেলেন অর্শদীপ। উইকেট নেন তিনটি। পরের বছর আটটি ম্যাচ খেলে নেন ৯টি উইকেট। গত বছর ১২টি ম্যাচে অর্শদীপ নেন ১৮টি উইকেট। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে