বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০২২, ০৬:০১:১৮

এমন প্রশ্ন শুনতেই রেগে গেলেন রোহিত শর্মা

এমন প্রশ্ন শুনতেই রেগে গেলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: বাঁ হাতি জোরে বোলারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা চিরকালীন। সাম্প্রতিক কালে তা আরও প্রকট হয়ে দেখা দিচ্ছে। ট্রেন্ট বোল্ট বা শাহিন আফ্রিদির মতো বোলারদের সামনে পড়লে কেঁপে যাচ্ছেন ভারতীয় ব্যাটাররা। 

ইংল্যান্ড সিরিজে রিসি টপলি বেগ দিয়েছেন রোহিত শর্মাদের। ওয়েস্ট ইন্ডিজের ওবেদ ম্যাককয় একই কাজ করছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ছ’টি উইকেট নিয়েছেন তিনি। এমন প্রশ্ন শুনতেই রেগে গেলেন রোহিত শর্মা। অধিনায়ক রোহিত কোনও দুর্বলতার কথা মানতে চাননি।

তিনি বলেছেন, “এ ধরনের কোনও দুর্বলতার কথা আমার জানা নেই। দল হিসেবে প্রতিটি সিরিজে উন্নতি করা আমাদের লক্ষ্য। স্বীকার করছি যে গত কয়েকটা সিরিজে বাঁ হাতি পেসাররা আমাদের বিরুদ্ধে ভাল বল করেছে। তবে চিন্তার কিছুই নেই।”

রোহিত বলেন, “এমন নয় যে আমাদের ব্যাটাররা বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে খুব নড়বড়ে। দ্রুত রান তুলতে গেলে এ রকম হয়। বাঁ হাতি বোলারদের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে নামতে হবে আমাদের। যে কোনও বোলারের বিরুদ্ধে খোলামনে আত্মবিশ্বাসের সঙ্গে খেলাই আমাদের লক্ষ্য।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে