শুক্রবার, ০৫ আগস্ট, ২০২২, ১২:০৫:১৯

ক্রিকেট ভালো বা খারাপ দল বিচার করে হয় না : তামিম

ক্রিকেট ভালো বা খারাপ দল বিচার করে হয় না : তামিম

স্পোর্টস ডেস্ক : শক্তিমত্তা, পরিসংখ্যান আর বর্তমান অবস্থান; সব দিক দিয়েই জিম্বাবুয়ের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশ দল। চেনা প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা যে দাপটের সঙ্গে জিতবে, সেটা অনুমান করতে ক্রিকেট বোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না। তবে টি-টোয়েন্টি ফরম্যাটে দেখা গেল ভিন্ন চিত্র। ব্যাট-বলে সফরকারীদের পরাস্ত করে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা।

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে ফরম্যাটের লড়াই। সমান তিন ম্যাচের পঞ্চাশ ওভারের সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫মিনিটে। এ ম্যাচের আগে হারারেতে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবাল জানিয়েছেন, ক্রিকেট খেলা ভালো দল বা খারাপ দল বিচার করে হয় না। যেদিন যে ভালো করবে, সেই জিতবে।

তামিম বলছিলেন, ‘যদি দুটি দলের হিসাব করেন তাহলে আমরা ভালো দল। কিন্তু ক্রিকেট খেলা আসলে ভালো দল দিয়ে হয় না। নির্দিষ্ট দিনে কে ভালো বা খারাপ খেলছে, হারজিত সেটা দিয়েই নিশ্চিত হয়। আপনি টি–টোয়েন্টি সিরিজে দেখেছেন, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে এবং এ কারণেই সিরিজ জিতেছে। তাই তাদের হারাতে হলে আমাদের নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।’

সঙ্গে যোগ করেন তামিম, ‘আমরা এতদিন ধরে যা সঠিক ভাবে করে আসছি, সেটা করতে হবে। আর যে ভুলগুলো করছিলাম, সেগুলো ঠিক করতে হবে। প্রক্রিয়া মানতে হবে। কঠিন সময় এলে সেগুলো যেন জিততে পারি।’

এদিকে আন্তর্জাতিক অঙ্গনে টাইগাররা যখন অন্য দুই ফরম্যাটে হাপিত্যেশ করছে, সেখানে পঞ্চাশ ওভারের ফরম্যাটে তামিমের নেতৃত্বে রীতিমত ছুটছে লাল-সবুজের প্রতিনিধিরা। অথচ এই ফরম্যাটকে ঘিরে উঠছে প্রশ্ন। ক্রিকেট বোদ্ধাদের অনেকেই ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ ভালো দেখছেন না।

তামিমের ভাবনা ভিন্ন, ‘আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ সংস্করণ। আমি তো বলছিই। আইসিসিও নিশ্চয়ই বলেছে। এই সংস্করণের খেলাটা সবাই দেখতে পছন্দ করে। আপনি যদি আইসিসির বড় টুর্নামেন্ট গুলো দেখেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু বড় টুর্নামেন্ট না। বড় টুর্নামেন্ট কিন্তু ওয়ানডে বিশ্বকাপই। এটা ক্রিকেটের খুবই গুরুত্বপূর্ণ সংস্করণ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে