শুক্রবার, ০৫ আগস্ট, ২০২২, ০১:৫৬:১৩

বোর্ডের চাপে কি নেতৃত্ব ছেড়েছেন কোহলি? মুখ খুলেছেন বিসিসিআই কর্মকর্তা

বোর্ডের চাপে কি নেতৃত্ব ছেড়েছেন কোহলি? মুখ খুলেছেন বিসিসিআই কর্মকর্তা

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির নেতৃত্ব ছাড়া কি বোর্ড বা নির্বাচকদের চাপে? এ প্রসঙ্গে বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ অরুণ সিং ধুমল মুখ খুলেছেন। তিনি বলেন, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত বিরাট নিজেই নিয়েছেন। তিনি মনে করেছেন আর ক্যাপ্টেন্সি করবেন না, তাই ক্যাপ্টেন্সি ছেড়েছেন।

বোর্ডের কোষাধ্যক্ষ বলেন, কেউ এটা মনে করতেই পারেন যে, বিরাট বিশ্বকাপের পর নেতৃত্ব ছাড়ার ঘোষণা করতে পারতেন। কিন্তু সেটা যারা ভাবেন সেটা তাদেরই ভাবনা, তাদেরই দৃষ্টিভঙ্গি। কিন্তু বিরাট নিজেই এই সিদ্ধান্ত নেন, বোর্ড সেটাকে সম্মান করে। 

অরুণ সিং ধুমল বলেন, বিরাট দেশকে এত কিছু দিয়েছেন বলেই তাকে বোর্ডের সকলে সম্মান করেন। আমরা চাই দ্রুত তিনি মাঠে চেনা ছন্দে ফিরুন। বিরাট সাধারণ কোনও ক্রিকেটার নন। তিনি একজন গ্রেট প্লেয়ার, ভারতীয় ক্রিকেটেও তাঁর অবদান অতুলনীয়, অসাধারণ। 

তিনি বলেন, ফলে বোর্ড বিরাটকে কোণঠাসা করছে এমন ধরনের কথাবার্তা মিডিয়ায় ঘোরাফেরা করলেও বোর্ডে তার প্রভাব পড়ে না। আমরা সকলেই চাই বিরাট দ্রুত ছন্দে ফিরবেন। তবে দল গঠনের বিষয়টা নির্বাচকদের ব্যাপার। ফলে কাকে কতদিন সুযোগ দেওয়া হবে বা হবে না সেটা সম্পূর্ণভাবেই নির্বাচকদের ব্যাপার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে