শুক্রবার, ০৫ আগস্ট, ২০২২, ০৪:১৬:৫৭

৮১ রানের মাথায় গুরুত্বর চোট, স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন লিটন

৮১ রানের মাথায় গুরুত্বর চোট, স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন  লিটন

স্পোর্টস ডেস্ক: চোট নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন লিটন দাস। সিকান্দার রাজার করা ইনিংসের ৩৪তম ওভারের প্রথম বল ১ রানের জন্য ঠেলে দিয়েই মাটিতে বসে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, পেশীতে টানের ফলেই চোট পেয়েছেন। 

৮১ রানের মাথায় গুরুত্বর চোট, স্ট্রেচারে করে লিটনকে মাঠ ত্যাগ করানো হয়। শতক থেকে ১৯ রান দূরে থাকা লিটন ৮৯ বল থেকে ৯ চার এবং ১ ছয়ে ৮১ রান করে স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করেছেন।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আজ শুক্রবার (৫ আগস্ট) টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। অধিনায়ক তামিমের সঙ্গে ১১৯ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন লিটন দাস। 

ব্যক্তিগত ৬২ রানে তামিম রাজার বলে ফিরলেও লিটন এগোচ্ছিলেন দারুণ গতিতে। দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয়ের সঙ্গে ৫৪ বলে ৫২ রানের জুটি গড়ে তুলেছিলেন। তবে পেশীর টানে আপাতত সেই ছন্দে ছেদ পড়ল। স্ট্রেচারে করে মাঠ ত্যাগ করলেন লিটন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে