শুক্রবার, ০৫ আগস্ট, ২০২২, ১০:৩৮:৩৫

ম্যাচ হারার দিনে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ

ম্যাচ হারার দিনে আরও এক দুঃসংবাদ পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথমটি পরাজয়ের দুঃখকে বাড়িয়ে দিতে পারে যে খবর, তাহলো ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে গেছেন ওপেনার লিটন দাস।

শুধু সিরিজই নয়; আগস্টে আসন্ন এশিয়া কাপে তার খেলা নিয়েও শঙ্কা রয়েছে।  এই সময়ের মধ্যে তিনি সেরে উঠতে পারবেন কি না তাই এখন দুশ্চিন্তার বিষয়। হারারে থেকে বিসিবির একটি সূত্র এ তথ্য দিয়েছে। 

সূত্রটি জানিয়েছে, হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লিটন। এখন সব নির্ভর করছে লিটনের মেডিকেল রিপোর্টের ওপর।   সেখানেই জানা যাবে, লিটনের চোট কতটা গুরুতর। এশিয়া কাপের আগে তিনি সেরে উঠতে পারবেন কি না। 

শুক্রবার টসে হেরে ওপেনার তামিমের সঙ্গে ব্যাট করতে নামেন লিটন।  দারুণ ব্যাট করে যাচ্ছিলেন তিনি।  সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন।  ৮৯ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮১ রানে ব্যাট করার সময় ঘটল অনাকাঙ্খিত ঘটনা।  

হঠাৎ পায়ে টান পড়লে আর উঠেই দাঁড়াতেও পারলেন না লিটন। ফলে স্ট্রেচারে শুয়েই মাঠ ছাড়তে হয়েছে ডানহাতি এই ওপেনারকে। রিটায়ার হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে