শনিবার, ০৬ আগস্ট, ২০২২, ০১:১৫:০০

এশিয়া কাপেও বাংলাদেশ দলের জন্য বড় দুঃসংবাদ

এশিয়া কাপেও বাংলাদেশ দলের জন্য বড় দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক: আশঙ্কাটাই সত্যি হলো। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেলেন ইনফর্ম ওপেনার লিটন কুমার দাস। বিসিবিসূত্রে জানা যায়, তার ওয়ানডে সিরিজ শেষ। লিটনকে তিন-চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

যে কারণে শঙ্কা আছে তাঁর এশিয়া কাপে খেলা নিয়েও। এশিয়া কাপেও বাংলাদেশ দলের জন্য বড় দুসংবাদ এটি। ম্যাচশেষে বাংলাদেশ দলের ফিজিও মুজাদ্দেদ সানি জানিয়েছেন, ‘লিটনের হ্যামস্ট্রিংয়ে “গ্রেড টু মাসল স্ট্রেইন” দেখা গেছে। এ ধরনের চোট থেকে সেরে উঠছে সাধারণত ৩-৪ সপ্তাহ লাগে। ফলে এ সিরিজে আমরা তাকে পাচ্ছি না।’

চলতি আগস্টের ২৭ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। লিটনের সেরে উঠতে চার সপ্তাহ লাগলে তাঁর এ টুর্নামেন্টে খেলা শঙ্কার মুখেই পড়বে। উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ ৫ উইকেটে হেরেছে। দারুণ ব্যাটিং করা লিটন দাস ৮৯ বলে ৮১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে ফিরেন। আর মাঠে নামতে পারেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে