শনিবার, ০৬ আগস্ট, ২০২২, ০৪:৫০:৫১

আমি শীঘ্রই ফিরে আসব : লিটন

আমি শীঘ্রই ফিরে আসব : লিটন

স্পোর্টস ডেস্ক : খারাপ সময় কাটিয়ে ব্যাট হাতে সুসময় যাচ্ছিল লিটন কুমার দাসের। তিন ফরম্যাটেই তার ব্যাট থেকে রান আসছিল নিয়মিত। কিন্তু সুসময় যে বেশি দিন থাকে না...! লিটনের ক্ষেত্রেও সেটাই ঘটল। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশ হেরেছে।

তার চেয়েও দুঃসংবাদ হলো, হ্যামস্ট্রিংয়ের চোটে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে গেছেন লিটন।

বাংলাদেশের ক্রিকেট প্রায় এক মাসের জন্য হারিয়ে ফেলল দলের সবচেয়ে ধারাবাহিক এবং রানমেশিনকে। সুস্থ হয়ে উঠতে লিটনের যদি চার সপ্তাহ লেগে যায়, তাহলে চলতি মাসের শেষে অনুষ্ঠিতব্য এশিয়া কাপেও তার খেলা হবে না! চলতি আগস্টের ২৭ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ।

তবে লিটন খুবই আত্মবিশ্বাসী। শনিবার দুপুরে তার ফেসবুক পোস্টই এর প্রমাণ। স্ত্রী সঞ্চিতার সঙ্গে ছবি পোস্ট করে লিটন লিখেছেন, 'আমি শীঘ্রই ফিরে আসব। ' লিটনের সেই পোস্টে ভক্তরা শুভ কামনায় ভরিয়ে দিচ্ছেন। লিটনের দ্রুত সুস্থতাই তো সবাই চায়।

উল্লেখ্য, গতকাল ৫ উইকেটে হারা ম্যাচে ৮৯ বলে অপরাজিত ৮১* রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন। বেড়ে গেল সপ্তম সেঞ্চুরির অপেক্ষা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে