রবিবার, ০৭ আগস্ট, ২০২২, ০১:৫৬:৪৯

আফ্রিদিকে পিছনে ফেলে অনবদ্য রেকর্ডের মালিক রোহিত শর্মা

আফ্রিদিকে পিছনে ফেলে অনবদ্য রেকর্ডের মালিক রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে তিনি পরিচিত ‘হিটম্যান’ হিসাবে। আর সেটা যে কেন, তা আরও একবার বুঝিয়ে দিলেন দলের অধিনায়ক রোহিত শর্মা। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে আফ্রিদিকে পিছনে ফেলে অনবদ্য রেকর্ডের মালিক হয়ে গেলেন রোহিত। 

শাহিদ আফ্রিদিকে পিছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কা হাঁকানোর নিরিখে দুই নম্বরে উঠে এলেন ভারত অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে এই মুহূর্তে রোহিতের ছক্কার সংখ্যা ৪৭৭। এর মধ্যে টেস্টে ৬৪টি, ওয়ানডেতে ২৫০টি এবং টি-টোয়েন্টিতে ১৬৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেটে ৪৭৬টি ছক্কা হাঁকিয়েছেন।

রোহিতের আগে আপাতত রয়েছেন শুধু ক্রিস গেইল। তার ছক্কার সংখ্যা ৫৫৩টি। এদিকে রোহিতের নেতৃত্বে ওয়ানডের পর ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজও অনায়াসে জিতল ভারত। যার ফলে অধিনায়ক হিসাবে সীমিত ওভারের ক্রিকেটে এখনও অপরাজিত রয়ে গেলেন হিটম্যান। 

শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ৫৯ রানে হারিয়ে এক ম‌্যাচ বাকি থাকতেই বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছেন রোহিতরা। যার ফলে ফ্লোরিডায় রবিবার সিরিজের শেষ ম‌্যাচে এখন স্রেফ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। জয়ের পাশাপাশি তরুণ বোলারদের পারফরম্যান্সও স্বস্তিতে রাখবে রোহিত শর্মাকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে