মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ১২:৩২:২৪

আসন্ন টি-২০ বিশ্বকাপ দল থেকে বিরাট কোহলি বাদ!

আসন্ন টি-২০ বিশ্বকাপ দল থেকে বিরাট কোহলি বাদ!

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের আগে প্রতিটা দল নিজেদের গুছিয়ে নেওয়ার প্রস্তুতিতে রয়েছে। বিভিন্ন ক্রিকেটারকে সুযোগ দিয়ে বিভিন্ন পজিশনে খেলিয়ে নিজেদের পূর্ণ শক্তি খুঁজে সেরা দল নিয়ে টি-২০ বিশ্বকাপে নামার লক্ষ্যে অংশগ্রহণকারী দেশগুলি। 

এর আগে এশিয়া কাপ থাকায় ভারতসহ বিশ্বকাপে অংশগ্রহণকারী এশিয়ার দেশগুলির প্রস্তুতি ভাল হবে তা আশা করা যায়। টি-২০ বিশ্বকাপে ভারত সহ অন্যান্য হাইপ্রোফাইল দলগুলির স্কোয়াড কেমন হওয়া উচিৎ সেই বিষয়ে মাঝেমধ্যেই বিভিন্ন মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। 

একাধিক ক্রিকেটারের পক্ষে যেমন তারা সাওয়াল করেছেন তেমনই তাদের তরফে সংশয় দেখা গিয়েছে কিছু ক্রিকেটারের ১৫ জনের দলে জায়গা পাওয়া নিয়ে। এই তালিকায় নতুন সংযোজন ভারতীয় দলের সাবেক তারকা অজয় জাডেজা।

অজয় জাডেজা দল গঠন বা তার মতে সম্ভাব্য একাদশ, এই সকল বিষয়ে কিছু না বললেও তিনি বুঝিয়ে দিয়েছেন বড় টুর্নামেন্টে ভারতের স্কোয়াড তার মতে কেমন হওয়া উচিৎ। রোহিত শর্মার অধীনে টি-২০ ক্রিকেটে আগ্রাসী ক্রিকেটের উপর বেশি নির্ভর করছে ভারত। 

জাডেজা জানিয়েছেন যদি এই আগ্রাসী মেজাজেই ক্রিকেট খেলতে হয় তা হলে আসন্ন টি-২০ বিশ্বকাপ দল থেকে বিরাট কোহলি বাদ। তবে, মহেন্দ্র সিং ধোনির পথ অনুসরণ যদি করে ভারত তা হলে বিরাট কোহলিকে প্রথম একাশে রাখা যাবে এবং একই সঙ্গে তখন দলে নিতে হবে দীনেশ কার্তিককে।

জাডেজা বলেছেন, "আমি যেটা শুনেছি সেই রকম...আগ্রাসী খেলতে হলে অন্য রকম ভাবে দল বাছতে হবে। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যদি ওপেন করে তা হলে যে কোনও মূল্যে দীনেশ কার্তিককে দলে রাখতে হবে।"

তিনি বলেন, "ডিকে আপনার ইনসুরেন্স। কিন্তু এই দু'জনের মধ্যে যদি এক জননা থাকে তা হলে দীনেশ কার্তিকের কোনও ভূমিকা নেই। সে আমার পাশে বসতে পারে। খুব ভাল ধারাভাষ্যকারও কিন্তু দলে নির্বাচনের বিষয়ে হলে আমি ওকে নেব না।" 

ভারতীয় দলের সাবেক এই ক্রিকেটার আরও বলেন, "এখন বিষয় হল আপনি অক্ষর (প্যাটেল) নাকি রবীন্দ্র (জাডেজা) কাকে খেলাতে চান। যদি ধোনির স্টাইল হয় তা হলে বিরাট, রোহিত, কার্তিক- তিন জনেই থাকুক।"

গত টি-২০ বিশ্বকাপের পর থেকে ভারতের জার্সিতে একটিও টি-২০ ম্যাচ না খেলা মোহাম্মদ শামিকে টি-২০ বিশ্বকাপের দলে দেখছেন অজয় জাডেজা। তিনি বলেছেন, "আমি দলে শামিকে রেখেছি। আমি প্রথমে বোলারদের নির্বাচণ করি।"

অজয় জাডেজা বলেন, "ফলে সেখানে শামি থাকবেই। এছাড়া (জসপ্রীত) বুমরাহ, অর্শদ্বীপ (সিং), (যুজুবেন্দ্র) চাহাল থাকবে। ব্যাটিং লাইনে আমার কাছে চার জন নিশ্চিত ব্যাটসম্যান হল ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব এবং দীপক হুডা।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে