মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ০১:০৯:৩৮

এশিয়া কাপের আগেই সতীর্থদের কড়া বার্তা দিলেন রোহিত শর্মা

এশিয়া কাপের আগেই সতীর্থদের কড়া বার্তা দিলেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজে দাপটের সঙ্গে জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা নজর এখন এশিয়া কাপে। ২৭ অগস্ট থেকে ২০২২ এশিয়া কাপ শুরু হবে।

চার বছর আগে ভারত যখন সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ জিতেছিল ভারত, তখন অধিনায়ক ছিলেন রোহিত শর্মাই। যদিও সে বার অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে তিনি দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এ বার তিনি অবশ্য পূর্ণ অধিনায়ক। 

সে বার ভারত তাদের টানা দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা জয়ের পথে তাদের সমস্ত ম্যাচ জিতেছিল। চার বছর পরে রোহিত ভারতীয় দলের নতুন অধিনায়ক। এবং তিনি জয়ের রেকর্ডটি ধরে রাখতে চাইবেন। আরও পড়ুন: এমন হার মেনে নিতে পারছেন না সৌরভ গাঙ্গুলী

দুই সিরিজে স্পষ্ট দেখা গিয়েছে, ভারত টি-টোয়েন্টিতে অনেক আগ্রাসী পদ্ধতি গ্রহণ করেছে। সেই সঙ্গে ভারত অধিনায়ক খেলার পদ্ধতি ও কৌশলগত পরিবর্তন এবং এশিয়া কাপের জন্য তার দলের প্রস্তুতি সম্পর্কে অকপট কথা বলেছেন। এশিয়া কাপের আগেই সতীর্থদের কড়া বার্তা দিলেন রোহিত শর্মা।

রোহিত বলেন, ‘দুবাইতে টি-২০ বিশ্বকাপের পরে আমরা এটা খুব স্পষ্ট করে দিয়েছিলাম, যেখানে আমরা ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করিনি- আমরা অনুভব করেছিলাম যে, আমরা যে ভাবে আমাদের খেলা খেলি তাতে আমাদের মনোভাব এবং পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার।’ 

তিনি আরও বলেন, ‘দলের লক্ষ্য আসলে কী, সে সম্পর্কে যদি অধিনায়ক এবং কোচের কাছ থেকে বার্তাটি পরিষ্কার পাওয়া যায়, তবে প্লেয়াররা অবশ্যই সেটি করার চেষ্টা করবে। এটি করার জন্য তাদের স্বাধীনতা এবং স্বচ্ছতা প্রয়োজন এবং আমরা এটি করার চেষ্টা করছি। তাদের যতটা সম্ভব স্বাধীনতা দেওয়ার চেষ্টা করছি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে