মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ০৪:১৭:৫৪

এবার বাংলাদেশ দলের সামনে আরেক সমস্যা!

এবার বাংলাদেশ দলের সামনে আরেক সমস্যা!

স্পোর্টস ডেস্ক : বুধবার টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ জয়ের স্বপ্ন ভেঙেছে বাংলাদেশের। শেষ ম্যাচেও একাদশে পরিবর্তন আসছে। হঠাৎ স্কোয়াডে ডাক পাওয়া নাঈম শেখ ও এবাদত দুজনেই সুযোগ পেতে পারেন। 

ইনজুরি কাটিয়ে খেলার সম্ভাবনায় মোস্তাফিজও। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে দুপুর সোয়া ১টায়। বাংলাদেশের এ প্রজন্মের ক্রিকেটাররা কখনও এ অভিজ্ঞতার মুখোমুখি হননি। জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ! আরও পড়ুন: লিওনেল মেসির ৪ কীর্তি

এ যেনো এক দু:স্বপ্ন। তবে ভাগ্যের কি নির্মম পরিহাস, যাদের হেসেখেলে এতোদিন হারিয়ে এসেছে টাইগাররা ২১ বছর পর তাদের কাছে হোয়াইটওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে। আরও পড়ুন: সন্ধান মিলল মেসির মতো আরেক খেলোয়াড়ের!

স্পোর্টিং উইকেটে ব্যাটিং নিয়ে খুব একটা দুশ্চিন্তা না থাকলেও বোলারদের পারফরম্যান্স ঠিকই ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। শুরুতে আঘাত হানতে পারলেও সময়ের সঙ্গে সঙ্গে যেন নখদন্তহীন টাইগার বোলাররা। সেই সঙ্গে বাজে ফিল্ডিং তো আছেই। আর সেই সঙ্গে প্রতি ম্যাচেই চলছে ক্যাচ মিসের মহড়া।

নিজেদেরই যখন এতো সমস্যা প্রতিপক্ষ নিয়ে ভাবার সময় কই! তবুও ভাবতে হয়। সিকান্দার রাজা যেন এই সিরিজের একাই রাজা। সেই সঙ্গে ইনোসেন্ট কাইয়া, রেগিস চাকাভাদের দাপুটে পারফরম্যান্স তো আছেই। এগুলো নিয়েও নিশ্চয়ই হোম ওয়ার্ক করে রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এবার বাংলাদেশ দলের সামনে আরেক সমস্যা ইনজুরি! যে কারণে প্রথম ওয়ানডের পর ঢাকা থেকে উড়িয়ে আনা হয়েছে নাঈম শেখ ও এবাদত হোসেনকে। দুজনেরই একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি। ইনজুরিমুক্ত হলে ফিরতে পারেন মোস্তাফিজুর রহমানও।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে