মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ০৮:২৫:২৬

এশিয়া কাপের স্কোয়াডে যে দুই জন ফেরায় ভারতের শক্তি বেড়েছে!

এশিয়া কাপের স্কোয়াডে যে দুই জন ফেরায় ভারতের শক্তি বেড়েছে!

স্পোর্টস ডেস্ক: ভারত জানিয়ে দিলো তাদের এশিয়া কাপের স্কোয়াড। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই দিয়ে ফিরেছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। 

তবে চোটের কারণে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া প্রতিযোগিতায় খেলতে পারছেন না জসপ্রিত বুমরা। আরও পড়ুন: ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

সময়টা একেবারেই ভালো যাচ্ছে না কোহলির। ধারাবাহিক ব্যর্থতায় সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন। অনেকে আবার তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন। 

সময়ের অন্যতম ব্যাটার বিশ্রামে গিয়েছিলেনও, কিন্তু অল্প দিনের মধ্যে ফিরে আবারও হতাশায় ডুবতে হয়েছে। ইংল্যান্ড সফরে দলে ফিরে সুবিধা করতে না পারায় আবারও বিশ্রামে গিয়েছেন। 

যাননি ওয়েস্ট ইন্ডিজ সফরে, সামনের জিম্বাবুয়ে সফরেও বাইরে কোহলি। এখন এশিয়া কাপে চেনারূপে তিনি ফিরতে পারেন কিনা, সেটিই দেখার। আরও পড়ুন: দায় স্বীকার করলেন তামিম, শাস্তি দিল আইসিসি

অন্যদিকে আইপিএলের পর থেকে মাঠের বাইরে রাহুল। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু ক'রোনা আক্রান্ত হওয়ায় খেলতে পারেননি। এখন পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন এশিয়া কাপের দলে।

কোহলি-রাহুল ফেরায় ভারতের শক্তি বেড়েছে, তবে বুমরার মতো বিশ্বমানের বোলারের না থাকার অভাব নিশ্চিতভাবে টের পাবে ভারত। পিঠের চোটের কারণে তাকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুধু বুমরা নন, আরেক পেসার হার্শাল প্যাটেলও চোটের কারণে খেলতে পারছেন না।

২৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। একদিন পর, ২৮ আগস্ট ভারত তাদের মিশন শুরু করবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, দীপক হুডা, দিনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণুই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, আভেশ খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে