মঙ্গলবার, ০৯ আগস্ট, ২০২২, ০৯:৫৭:৩৪

সাকিবের দূতিয়ালির চুক্তির বিষয়ে পুরনো অবস্থানেই অটল বিসিবি

সাকিবের দূতিয়ালির চুক্তির বিষয়ে পুরনো অবস্থানেই অটল বিসিবি

স্পোর্টস ডেস্ক : ক্রীড়া প্রতিবেদক : বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের দূতিয়ালির চুক্তির বিষয়ে পুরনো অবস্থানেই অটল আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এটি নিউজ পোর্টাল হলেও বেটউইনার নামক একটি অনলাইন বেটিং ও ক্যাসিনোর সঙ্গে সম্পৃক্ততা নজরে এসেছে বিসিবির। তাই এই চুক্তি থেকে বেরিয়ে আসার পরামর্শ সাকিবকে দিয়েছে সংস্থাটি। আরও পড়ুন:আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫

আজ-কালের মধ্যে বিষয়টির সুরাহা হবে বলে গতকাল জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

বর্তমানে দেশে নেই সাকিব আল হাসান। তবে গত বুধবার সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে বেটউইনার নিউজের ব্র্যান্ডিং সংবলিত একটি ছবি পোস্ট করতে বিষয়টি নজরে আসে। 

দৈনিক কালের কণ্ঠে এই খবর প্রকাশিত হওয়ার পর সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসানও বিস্ময় প্রকাশ করেছেন এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে দেশের শীর্ষ ক্রিকেটার তারকার সংশ্লিষ্টতায়।

তাৎক্ষণিক বোর্ডের অবস্থান জানানো হয়েছে দেশের বাইরে অবস্থানরত সাকিবকে। আরও পড়ুন: দায় স্বীকার করলেন তামিম, শাস্তি দিল আইসিসি

গতকাল সেই যোগাযোগের ফল জানতে চাইলে জালাল ইউনুস বলেছেন, ‘একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার (সাকিব) সঙ্গে যোগাযোগে আছি। একবার তার সঙ্গে কথা হয়েছে। আশা করি, এই ইস্যুটা আমরা সমাধান করব, করা দরকার। দুই-এক দিনের মধ্যে আপনারা জানতে পারবেন। ’

বেটউইনার নিউজ সরাসরি জুয়ার সঙ্গে জড়িত নয়। চুক্তি করা নিয়ে সাকিব আলোচনায় উঠতেই নিজেদের পেজে পোর্টালটি একই ঘোষণা যুক্ত করেছে। তবে এই নিউজ পোর্টাল এবং বেটউইনার বেটিং হাউসে অর্থায়ন করেছে একই প্রতিষ্ঠান। 

তা ছাড়া ক্রিকেট জুয়া হয় ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে। বেটউইনার নিউজের পেজে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে ম্যাচের পূর্বাভাসকেই। 

পরোক্ষ এই যোগাযোগের কারণেই বেটউইনার নিউজের সঙ্গে সাকিবের চুক্তিতে বোর্ডের আপত্তির কথা পুনর্ব্যক্ত করেছেন জালাল ইউনুস, ‘আমরাও তাই মনে করি। আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড়, সে-ও বুঝবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে