বুধবার, ১০ আগস্ট, ২০২২, ০২:৩৫:৪০

মনে হচ্ছে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হয়েই ফিরবে টাইগাররা

মনে হচ্ছে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হয়েই ফিরবে টাইগাররা

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। হারারেতে টসে হেরে আগে ব্যাটিং করে তামিম ইকবালের দল। তবে ব্যাটিং দেখে মনে হচ্ছে জিম্বাবুয়ের কাছে হোয়াইটওয়াশ হবে টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে টাইগার দুই ওপেনার তামিম ইকবাল এবং আনামুল হক বিজয় দেখেশুনে দারুণ শুরু এনে দিয়েছিল দলকে। তবে আচমকা দুই ব্যাটসম্যানের মধ্যে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয়েছে বাংলাদেশের অধিনায়ক তামিমকে। 

অধিনায়ক ফেরার পর শূন্য রানে বিদায় নিয়েছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত এবং চারে নামা মুশফিকুর রহিম। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৭২ রান।

তৃতীয় ও শেষ ওয়ানডেতে তামিম ও বিজয় ওপেনিংয়ে নেমে ৪১ রানের জুটি গড়েন। দুইজনেই ব্যাট হাতে ছিলেন দারুণ স্বচ্ছন্দে। তবে ম্যাচের নবম ওভারে রিচার্ড এনগারাভার বলে সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হয়ে বিদায় নেন তামিম। 

অধিনায়কের বিদায়ের পরের ওভারেই ব্র্যাডলি ইভান্সের ওভারে জোড়া শূন্যে ফেরেন শান্ত ও অভিজ্ঞ মুশফিক। দুইজনেই বাউন্সার বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে ফেরেন। শান্ত ১ বল খেলে পয়েন্টে মাধভেরেকে ক্যাচ দিয়ে ফেরেন। আর মুশফিক থার্ডম্যান অঞ্চলে এনগারাভার ক্যাচের শিকার হন।

বিজয় ৪২ বলে ৪৭ রান করে অপরাজিত আছেন। তার সঙ্গে মাঠে নেমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে হেরে যথারীতি ব্যাটিং নামে তামিম ইকবালের দল। হারারেতে এই নিয়ে টানা ৯ ম্যাচে টসে হারল বাংলাদেশের অধিনায়করা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে