বুধবার, ১০ আগস্ট, ২০২২, ০৩:৪৬:৪৪

চার-ছক্কায় বিজয়ের দুর্দান্ত ব্যাটিং!

চার-ছক্কায় বিজয়ের দুর্দান্ত ব্যাটিং!

স্পোর্টস ডেস্ক: চার-ছক্কায় দুর্দান্ত ব্যাটিং করেছেন এনামুল হক বিজয়! সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন এই টাইগার ক্রিকেটার। দেখেশুনে এগোচ্ছিলেন এই মালফলকের দিকে, তবে ইনিংসের ২৫তম ওভারে ঘটল ছন্দপতন। 

লুক জংয়ের আউটসাইড অফের বল থার্ড ম্যানে ঠেলে দিতে গিয়ে উইকেটের পেছনে তালুবন্দি হয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে ৭১ বলে ৬ চার এবং ৪ ছয়ে ৭৬ রান করেছেন তিনি।

বিজয়ের আউটে ফের বিপদে পড়েছে বাংলাদেশ। ১২৪ রানে ৪ উইকেট হারানোয় বড় সংগ্রহ আপাতত বাংলাদেশের জন্য দুরাশাই মনে হচ্ছে। ৪৭ রানে ৩ উইকেট খোয়ানোর পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে চতুর্থ উইকেটে ৭৭ রানের জুটি গড়েছিলেন বিজয়। 

মাহমুদউল্লাহ ধীরগতিতে ব্যাট চালালেও রানের গতি সচল রেখেছিলেন এই ওপেনার। আরও পড়ুন: আর্জেন্টিনা ২, ব্রাজিল ৫

বিজয় ফেরার পর ক্রিজে এসেছেন আফিফ হোসেন। দ্বিতীয় ওয়ানডেতে মাহমুদউল্লাহ-আফিফ মিলে পঞ্চম উইকেটে ৮১ রান তুলেছিলেন। বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে হলে তাদের দুজনকে আবারও তেমন জুটি গড়ে তুলতে হবে।

হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১ ওভারে ৪ উইকেটে ১৫২ রান তুলেছে বাংলাদেশ। ৬০ বল থেকে ২৯ রান মাহমুদউল্লাহ এবং ২১ বল থেকে ১৮ রান নিয়ে ক্রিজে রয়েছেন আফিফ।

ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে বুধবার (১০ আগস্ট) তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতেও টস হেরেছে। টসজয়ী জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে  ৮ ওভারে তুলে ৪০ রান তুলে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার তামিম-বিজয়। এরপর ৪১ থেকে ৪৭, এই ৭ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে