বুধবার, ১০ আগস্ট, ২০২২, ০৬:০০:৪৭

বড় ধাক্কা! ঘোর বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন

বড় ধাক্কা! ঘোর বিপাকে মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন

স্পোর্টস ডেস্ক: ফের আইপিএলে সঙ্গে জুড়ে গেল স্বার্থের সংঘা'তের প্রসঙ্গ। এ বার মা'রা'ত্মক অভিযোগ উঠল মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন নীতা আম্বানির বিরুদ্ধে। কেন তার বিরুদ্ধে স্বার্থের সংঘা'তের অভিযোগ উঠেছিল? 

সেটা জানতে চেয়ে রোহিত শর্মাদের মালকিনের বক্তব্য জানতে চেয়েছে বিসিসিআই। কেন অভিযোগ উঠল তার বিরুদ্ধে? মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির কর্ণধার মুকেশপত্নী নীতা। তিনি আবার রিলায়েন্সের অন্যতম ডিরেক্টরও। এই রিলায়েন্সই আইপিএলের মিডিয়া সত্ত্ব কিনেছে। 

তাই সেই হিসাব মতো স্বার্থের সংঘা'ত তৈরি হয়েছে। সেটা নিয়ে আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে নীতাকে বোর্ড কর্তাদের বিস্তারিত জানাতে হবে। সম্প্রতি রেকর্ড অঙ্কে বিক্রি হয়েছে আইপিএল সম্প্রচারের সত্ত্ব। ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত ২৩,৭৫৮ কোটি টাকা দিয়ে এই মেগা টুর্নামেন্টের ডিজিটাল সত্ত্ব কিনে নিয়েছে রিয়ালেন্সের ভায়াকম ১৮। 

অর্থাৎ ভারতের দর্শকরা ভায়াকম ১৮-এর প্ল্যাটফর্মে অনলাইনে আইপিএলের ম্যাচ দেখতে পাবেন। আবার অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকায় আইপিএল সম্প্রচারের টিভি ও ডিজিটাল- উভয় সত্ত্বই কিনেছে রিলায়েন্স। অথচ এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিরই অন্যতম ডিরেক্টর নীতা আম্বানি। 

যিনি কি না, পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই দলের মালিক। সেই কারণেই তার বিরুদ্ধে স্বার্থের সংঘা'তের অভিযোগ তুলেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সদস্য সঞ্জীব গুপ্ত। প্রসঙ্গত, এর আগে শচিন, সৌরভ, কোহলি, লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়সহ একাধিক ক্রিকেটারের বিরুদ্ধেও একই অভিযোগ এনেছিলেন এই সঞ্জীব গুপ্তই। এ বার তার নিশানায় নীতা আম্বানি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে