শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ০৪:২৬:১০

বড় বিপাকে পাকিস্তান ক্রিকেট দল!

 বড় বিপাকে পাকিস্তান ক্রিকেট দল!

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ২০২২ শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। দল গুছিয়ে এশিয়া কাপের স্কোয়াড সবার আগেই ঘোষণা করেছে পাকিস্তান দল। কিন্তু এরই মধ্যে বিপাকে পড়েছে দলটি।

দলের পেস আক্রমণের মূল অস্ত্র শাহিন শাহ আফ্রিদির চোট বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!

শাহিনের চোট নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা স্বীকারও করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আরও পড়ুন: এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের, বাদ পড়লেন দুই অভিজ্ঞ তারকা

তিনি বলেছেন, শাহিনের ফিটনেস নিয়ে আমরা চিন্তিত। কারণ সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপও আছে। আমরা চেষ্টা করছি সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।

উল্লেখ্য, শ্রীলংকা সফরের প্রথম টেস্টে হাঁটুতে চোট পান আফ্রিদি। টেস্টের ৪র্থ দিনে মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয় টেস্টে মাঠেই নামেননি আফ্রিদি। আর সেই চোট থেকে এখনো সেরে ওঠেননি এ পেসার।  

এর পরও শাহিনকে নিয়েই তিন ওয়ানডের সিরিজ খেলতে নেদারল্যান্ডসে যাচ্ছে পাকিস্তান দল। আগামী ১৬ আগস্ট থেকে ডাচদের বিপক্ষে শুরু হবে সিরিজটি।

চোটে আক্রান্ত শাহিনকে সেই সিরিজের স্কোয়াডে রাখার বিষয়ে বাবর আজম বলেন, ‘নেদারল্যান্ডস সফরে আমাদের বোর্ডের চিকিৎসক ও ফিজিও যাচ্ছেন। আরও পড়ুন: ১১টি গোল করলেন মেসি!

সে কারণে আমরা শাহিনকে সঙ্গে নিয়ে যাচ্ছি। ফলে তার যত্নটা ভালোভাবে নেওয়া যাবে। সেখানে শাহিনকে অন্তত একটি ম্যাচে নামানো হতে পারে।  (আর তা হলে) আশা করছি এশিয়া কাপের আসে সে ফিট হবে। আমরা আসলে শাহিনের বিষয়ে দীর্ঘমেয়াদি দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি। ’

প্রসঙ্গত, তিন সংস্করণেই পাকিস্তান দলের উল্লেখযোগ্য পারফর্মার শাহিন শাহ আফ্রিদি।  ২২ বছর বয়সি এ পেসার ২৫ টেস্টে ৯৯ উইকেট শিকার করেছেন।  ৩২ ওয়ানডেতে ৬২টি এবং ৪০ টি-টোয়েন্টি ম্যাচে ৪৭ উইকেট জমা করেছেন ঝুলিতে। তথ্যসূত্র: ক্রিকেট অ্যাডিক্টর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে