শুক্রবার, ১২ আগস্ট, ২০২২, ০৫:৫৫:০৩

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে হঠাৎ এমন সিদ্ধান্ত পাকিস্তানের!

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে হঠাৎ এমন সিদ্ধান্ত পাকিস্তানের!

স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে মাঠে নামার আগে হঠাৎ এমন সিদ্ধান্ত পাকিস্তানের! পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। একাধিক তাবড় তাবড় ক্রিকেটার পাকিস্তান থেকে উঠলেও তাদের বেতন খুব একটা বেশি নয়। 

এছাড়াও পর্যাপ্ত পরিকাঠামো, স্বল্প বেতন বরাবরই পাকিস্তান ক্রিকেটে অন্যতম চর্চিত বিষয়। গতবারের পুনরাবৃত্তি আটকাতে এবার এশিয়া কাপের আগে পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আরও পড়ুন: এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের, বাদ পড়লেন দুই অভিজ্ঞ তারকা

PCB এর তরফে প্রতিটা প্লেয়ারকে নতুন চুক্তিপত্র দেওয়া হয়েছে। যেখানে প্রতি প্লেয়ারের বেতন বৃদ্ধি সহ একাধিক সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আরও পড়ুন: ১১টি গোল করলেন মেসি!

একাধিক বড় ক্রিকেটার পাকিস্তান থেকে উঠলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক অবস্থার উন্নতি কোনওদিনই হয়নি। অপর্যাপ্ত পরিকাঠামো, স্বল্প বেতন বরাবরই পাকিস্তান ক্রিকেটে অন্যতম চর্চিত বিষয়। 

বেতন বৃদ্ধির জন্য ক্রিকেটাররা একাধিকবার বিদ্রোহ করেছেন। গতবার টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে বেতন বৃদ্ধি হলেও তা পর্যাপ্ত ছিল না। 

গতবারের পুনরাবৃত্তি আটকাতে এবার এশিয়া কাপের আগে পদক্ষেপ নিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। আরও পড়ুন: ড্রাগন ফল খেলে কী হয় জানেন? রীতিমতো অবাক হবেন!

পাকিস্তানেও ভারতের মতো কেন্দ্রীয় চুক্তি রয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড টাকা বাঁচানোর জন্য কেন্দ্রীয় চুক্তিতে প্লেয়ার কম রাখে। এতে প্লেয়ারদের বেতন বাবদ টাকা অনেকটা বেঁচে যায়। 

এছাড়া বাকি দেশগুলোর তুলনায় পাকিস্তানে বেতনও কম ছিল। সঙ্গে সঠিক মাঠ না থাকা, প্লেয়ারদের পরিষেবা ঠিকমত না দেওয়া এসব তো ছিলই। 

পরিস্থিতি এমন জায়গায় দাঁড়ায় যে গত টি-২০ বিশ্বকাপের আগে রামিজ রাজা ঘোষণা করেন যে ভারতকে হারাতে পারলে প্লেয়ারদের ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে। সেটা দেওয়া হয়েছে কি না তা অবশ্য জানা যায়নি।

তবে এবার প্লেয়ারদের মনোবল বাড়াতে বেতন বৃদ্ধির ঘোষণা করল PCB। প্রতিটা প্লেয়ারকে নতুন চুক্তিপত্র দেওয়া হয়েছে। তবে এতেও সমস্যা ছিল পাকিস্তান প্লেয়ারদের মধ্যে। 

শেষমেষ নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদি সহ বাকিরা চুক্তিতে সই করেন।

এই প্রথমবার পাকিস্তান সাদা বল ও লাল বলে চুক্তি আলাদা করল। আপাতত একবছরের জন্য এই চুক্তি করা হয়েছে। এশিয়া কাপের আগে প্লেয়ারদের চুক্তি বাড়িতে তাদের মনোবল বাড়ানো গেল বলে মনে করছে PCB। এছাড়া গতবার PSL অর্থাৎ পাকিস্তান সুপার লিগও ভালো ব্যবসা দিয়েছে PCB কে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে