সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ০১:৩৭:০৭

ভারতকে পাত্তাই দিলেন না জিম্বাবুয়ের ইন্নোসেন্ট কাইয়া

ভারতকে পাত্তাই দিলেন না জিম্বাবুয়ের ইন্নোসেন্ট কাইয়া

স্পোর্টস ডেস্ক: আগামী ১৮ আগস্ট থেকে শুরু হচ্ছে স্বাগতিক জিম্বাবুয়ে ও ভারতের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ভারতের নেতৃত্বে রয়েছেন লোকেশ রাহুল। এই সফরে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার এবং জসপ্রিত বুমরাহের মতো প্রথম সারির খেলোয়াড়দের দলে রাখা হয়নি। 

এশিয়া কাপের ফিট থাকার জন্য বিশ্রামে রয়েছেন তারা। এই সিরিজে ভারতকে পাত্তাই দিলেন না জিম্বাবুয়ের ইন্নোসেন্ট কাইয়া। জিম্বাবুয়ের টপ অর্ডারের ব্যাটার কাইয়া বলেন, ‘ভারতের বিপক্ষে আমরা সিরিজ জিতব। আমি এই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই, শতক হাঁকাতে চাই। সহজ পরিকল্পনা। ’

কদিন আগেই ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। সেই সিরিজের দারুণ একটি শতকও হাঁকিয়েছিলেন কাইয়া। ভারতের বিপক্ষেও তাই করতে চান তিনি। আরও পড়ুন: এই লোভী দুই জন সবকিছু নিজের করে নিয়েছে: এমবাপে

বৃহস্পতিবার (১৮ অগাস্ট) সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে ভারত-জিম্বাবুয়ে। সিরিজের বাকি দুই ম্যাচ ২০ ও ২২ আগস্ট। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এ সিরিজের ভারতে সহ-অধিনায়ক হিসেবে খেলবেন শেখর ধাওয়ান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে