মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ০৮:২২:৪৯

'আমার জীবন থেকে চেষ্টা ব্যাপারটা শেষ'

 'আমার জীবন থেকে চেষ্টা ব্যাপারটা শেষ'

স্পোর্টস ডেস্ক : এত দিন লাল বলের জন্য বিবেচিত হলেও জিম্বাবুয়ের বিপক্ষে হুট করেই ওয়ানডে অভিষেক হয়ে যায় ইবাদত হোসেনের। জরুরি নোটিশে দেশ থেকে হারারেতে উড়ে গিয়ে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামেন। অভিষেক ম্যাচে শিকার ধরেন দুটি। এর মাঝে একটি ছিল দুর্দান্ত ফর্মে থাকা সিকান্দার রাজার।

পুরস্কারস্বরূপ ডাক পেয়েছেন এশিয়া কাপ টি-টোয়েন্টি দলে। এই ফরম্যাটেও হয়তো তার অভিষেক হয়ে যেতে পারে।
আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলায় ব্যক্তিগত অনুশীলন শেষে সাংবাদিকদের ইবাদত জানান এশিয়া কাপ নিয়ে তার লক্ষ্যের কথা। 

তিনি বলেন, ‘সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমি মনে করি, চেষ্টা একটা জিনিস আর আমি করে দেখাব একটা জিনিস। আমার জীবন থেকে চেষ্টা ব্যাপারটা শেষ। আমি করে দেখাব ইনশাআল্লাহ, আমি করব। দল হিসেবে ভালো খেলছি না, তার মানে আমরা টি-টোয়েন্টি খেলতে পারি না, তা না। আমরা দ্রুতই ভালো দল হয়ে উঠব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ’

এর আগে বেশ কয়েকটি ওয়ানডে সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ হয়নি ইবাদতের। জিম্ববুয়েতে হঠাৎ অভিষেকর পর ডাক পেলেন টি-টোয়েন্টি দলে। 

ইবাদত বলেন, ‘সুযোগটা পেয়েছি। টেস্টে সারা দিন বোলিং করার ব্যাপার থাকে। টি-টোয়েন্টির মতো সংক্ষিপ্ত সংস্করণে গতি নিয়ে বোলিং করতে হয়, যেহেতু উইকেট ভালো থাকবে, ব্যাটাররা আক্রমণাত্মক থাকবে। পরিকল্পনা করে বোলিং করাটাই মূল বিষয়। আমরা বোলাররা যদি কম রানে আটকে রাখতে পারি, ব্যাটসম্যানদের জন্য সহজ হয়ে যায়। ’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে