মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ০৯:৪৭:২২

সৌরভের এই সিদ্ধান্তে খুশির হাওয়া ভারতে!

সৌরভের এই সিদ্ধান্তে খুশির হাওয়া ভারতে!

স্পোর্টস ডেস্ক: ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত বনাম রেস্ট অফ ওয়ার্ল্ডের ম্যাচে তিনি ভারতকে নেতৃত্ব দেবেন। কিন্তু তাঁর মাঠে নামার আগে ফের বিতর্ক দেখা দিল।

ফের মাঠে নামছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে ভারত বনাম রেস্ট অফ ওয়ার্ল্ডের ম্যাচে তিনি ভারতকে নেতৃত্ব দেবেন। আরও পড়ুন: প্রথম দেখায় ছেলেদের নিয়ে যা ভাবে মেয়েরা

কিন্তু তাঁর মাঠে নামার আগে ফের বিতর্ক দেখা দিল। সৌজন্যে হার্ষেল গিবস (Herschelle Gibbs)। তবে এক্ষেত্রে নেটিজেনদের সমর্থন পেয়েছেন সৌরভ। আগামী ১৫ সেপ্টেম্বর মাঠে নামবেন তিনি। ইডেন গার্ডেন্সে হবে ম্যাচ।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে লেজেন্ডস লিগ ক্রিকেটের সঙ্গে যুক্ত হয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছে BCCI। প্রথমে কেন্দ্রীয় সরকার এই টুর্নামেন্টের জন্য অনুরোধ করেছিল। 

পরে বোর্ডই উদ্যোগ নেয় এই টুর্নামেন্টের। যেখানে ইন্ডিয়া মহারাজাসকে নেতৃত্ব দেবেন সৌরভ। ইডেনে হওয়া প্রদর্শনী ম্যাচে বিপক্ষ দলের অধিনায়ক থাকবেন ইয়ন মরগ্য়ান। 

সেই দলেই প্রথমে নাম ছিল দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার হর্ষল গিবসের। এরপরই সৌরভের নিন্দা হতে থাকে সোস্যাল মিডিয়ায়। এরপর BCCI-এর নির্দেশে তাঁকে বাদ দেওয়া হয়। তাঁর বদলে জায়গা পান শেন ওয়াটসন (Shane Watson)। এখানেই রয়েছেন সৌরভ।

পাক অধিকৃত কাশ্মীরে কাশ্মীর প্রিমিয়ার লিগ আয়োজন করেছে পাকিস্তান সরকার। যেখানে অংশগ্রহণ করেছেন হর্ষল গিবস। আর তাতেই চটেছে BCCI। পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। 

পাকিস্তান সেটাকে বলপূর্বক দখল করে রেখেছে এমনটাই দাবি দীর্ঘদিনের। এইরকম একটা জায়গায় ক্রিকেট টুর্নামেন্টে গিবসের অংশগ্রহণ উচিত হয়নি বলে মনে করেন সকলে। আরও পড়ুন: পুরুষের গোপন ৮ বিষয় যা মুখে প্রকাশ করতে পারে না!

সেই কারণেই BCCI গিবসকে সরিয়ে দিয়েছে এই প্রদর্শনী ম্যাচ থেকে। হর্ষল গিবস ছাড়া সনৎ জয়সূর্য সরে দাঁড়িয়েছেন এই ম্যাচ থেকে। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন ড্যানিয়েল ভেত্তোরি।

সৌরভের এই সিদ্ধান্তে খুশির হাওয়া ভারতে। প্রেসিডেন্ট হিসেবে তাঁর মেয়াদকালে একাধিক বিতর্ক থাকলেও এই ঘটনাটি তাঁর পক্ষেই গেল। সমর্থকরা সৌরভের পদক্ষেপের প্রশংসা করেছেন। 

এক সমর্থক লেখেন, “হর্ষল গিবসে সরিয়ে দিল। এটাকে বলে যোগ্য জবাব। দারুণ কাজ করলে দাদা ও BCCI।” অপর সমর্থক লেখেন, “গিবস একটা ভিত্তিহীন, গুরুত্বহীন, পাকিস্তানের দ্বারা চালিত কাশ্মীর প্রিমিয়ার লিগ খেলতে গিয়েছিল। ভালো হয়েছে ওকে তাড়িয়েছে।” অনেকে গিবসকে বিশ্বের সমস্ত লিগ থেকে ব্যান করার দাবি তোলেন।

দেখে নিন প্রদর্শনী ম্যাচে ভারতীয় দল: সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক), বীরেন্দ্র সেওয়াগ, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, বদ্রীনাথ, ইরফান পাঠান, পার্থিব প্যাটেল, স্টুয়ার্ট বিনি, শ্রীসান্ত, হরভজন সিং, নমন ওঝা, অশোক দিন্দা, প্রজ্ঞান ওঝা, অজয় জাদেজা, আরপি সিং, যোগীন্দর শর্মা, রেতিন্দর সিং সোঢি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে