মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২, ০৯:৪৮:৩৮

বাংলাদেশ দলের প্রসঙ্গ তুলে যে উদাহরণ দিলেন শেখর ধাওয়ান

বাংলাদেশ দলের প্রসঙ্গ তুলে যে উদাহরণ দিলেন শেখর ধাওয়ান

স্পোর্টস ডেস্ক: কেএল রাহুল ফিটনেস পরীক্ষায় উতরে ঢুকে পড়েছেন ভারতীয় দলের সাজঘরে। বিরতির পর রাহুল নীল জার্সিতে কামব্যাক করেছেন অধিনায়ক হিসাবেই। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য প্রথমে শেখর ধাওয়ানের নাম অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছিল। 

তবে রাহুল ফিরতেই ধাওয়ানকে সরিয়ে তাকেই করা হয়েছে অধিনায়কত্ব। এখন ধাওয়ান আসন্ন সিরিজে সহ-অধিনায়ক। আগামী বৃহস্পতিবার হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। তার আগে মঙ্গলবার সাংবাদিক বৈঠক হাজির হয়ে বাংলাদেশ দলের প্রসঙ্গ তুলে উদাহরণ দিলেন শেখর ধাওয়ান। 

ধাওয়ান এদিন বলছেন যে, ভারত একেবারেই হাল্কা ভাবে নিচ্ছে না জিম্বাবুয়েকে। যদিও জিম্বাবুয়েকে ভারত ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালে হোয়াইটওয়াশ করেছে। চলতি বছর জুলাই আগস্টে জিম্বাবুয়ে ২-১ হারিয়েছে বাংলাদেশকে। বাংলাদেশ দলের প্রসঙ্গ তুললেন ধাওয়ান।

তিনি বলেন, 'এটা ভাল ব্যাপার যে, ওরা বাংলাদেশের বিরুদ্ধে জিতেছে। ওরা ভাল ক্রিকেট খেলছে। আমরা একেবারেই হাল্কা ভাবে ওদের নিচ্ছি না। একটি ভাল দল সবসময় প্রক্রিয়ার ওপর জোর দেয়। আমাদের এটা নিশ্চিত করতে হবে যে, আমরা যখনই কোনও দলের বিরুদ্ধে খেলব, আমাদের জিততে হবে।' 

এখন দেখার রাহুলের তরুণ ব্রিগেড জিম্বাবুয়েকে ফের হোয়াইটওয়াশ করতে পারে কিনা! আগামী ১৮, ১৯ ও ২০ আগস্ট হারারে স্পোর্টস ক্লাবেই তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত-জিম্বাবুয়ে। সূত্র: জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে