বুধবার, ১৭ আগস্ট, ২০২২, ০৪:৫৯:২৩

মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট!

মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট!

স্পোর্টস ডেস্ক:আসন্ন এশিয়া কাপ শুরুর দ্বিতীয় দিনেই অর্থাৎ ২৮ আগস্ট মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

গোটা টুর্নামেন্টেরই মূল আকর্ষণ এই দ্বৈরথ। আর সেই হাই-ভোল্টেজ ম্যাচটির টিকিটের জন্য বাড়তি চাপ থাকবে এটাই স্বাভাবিক। হলোও তাই। 

মঙ্গলবার (১৬ আগস্ট) অনলাইনে ছাড়া হয়েছিল পাক-ভারত ম্যাচের টিকিট। মুহূর্তেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট! মাত্র কয়েক মিনিটের মধ্যেই তা শেষ হয়ে গেছে। এমনই দাবি পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের।

সংবাদমাধ্যটি জানাচ্ছে, বহু আরাধ্য সেই ম্যাচের টিকিট পেতে প্রায় সাড়ে সাত লাখ মানুষ হুমড়ি খেয়ে পড়েছিলেন আমিরাতের জনপ্রিয় টিকিট বেচাকেনার ওয়েবসাইট প্ল্যাটিনামলিস্টে। আরও পড়ুন:এশিয়া কাপে যাকে ফেবারিট মানছেন সালমান বাট

সেই অনলাইনে টিকিট কেনা বেচার ওয়েবসাইট এমন ট্র্যাফিকের চাপ নিতে পারেনি মোটেও। মুহূর্তেই ক্র্যাশ করে সেই সাইট। এছাড়া সশরীরে টিকিট কেনাবেচাতেও ছিল উপচেপড়া ভিড়। 

চোখের পলকে বিক্রি হয়ে গেছে সব টিকিট। টিকিট নামক সোনার হরিণ পেতে বুথগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিল সমর্থকরা। আরও পড়ুন: সৌরভের এই সিদ্ধান্তে খুশির হাওয়া ভারতে!

সম্পর্কের টানাপড়েনে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি কিংবা এশিয়া কাপের মতো বড় বড় ইভেন্ট ছাড়া এখন আর দেখাও যায় না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। আর তাই এশিয়া কাপের মঞ্চে দেশ দুটির দ্বৈরথ দেখতে অধীর অপেক্ষায় গোটা বিশ্ব। 

ইতোমধ্যে ঘোষিত এশিয়া কাপের সূচি বিশ্লেষণে যা দেখা যাচ্ছে, তাতে সমর্থকদের জন্য বড় সারপ্রাইজই অপেক্ষা করতে যাচ্ছে। ফাইনালের আগে অন্তত দু’বার দল দুটির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি এটা বেড়ে হতে পারে তিনবারও।

টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই অর্থাৎ ২৮ আগস্ট মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম মুখোমুখি হচ্ছে এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী। 

এদিকে, এশিয়া কাপের নতুন সূচিতে গ্রুপ ‘এ’-তে রয়েছে দুই দেশ। সেই গ্রুপে খেলবে বাছাইপর্ব থেকে উঠে আসা আরেকটি দেশ। অঘটন না ঘটলে গ্রুপের প্রথম দু’টি স্থানে থাকবে ভারত এবং পাকিস্তান। দু’দেশই উঠে যাবে সুপার ফোরে। সেখানে দ্বিতীয় বারের মতো মুখোমুখি হওয়ার সুযোগ পাবে তারা। সেই ম্যাচটি হতে পারে ৪ সেপ্টেম্বর।

সুপার ফোর হবে রাউন্ড রবিন ফরম্যাটে। সেখানে প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে একবার মুখোমুখি হবে। ফলে ভারত, পাকিস্তান যদি সুপার ফোরে প্রথম দু’টি স্থানে থেকে শেষ করে, তাহলে ১১ সেপ্টেম্বর ফাইনালেও মুখোমুখি হবে তারা। সে ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে তিন বার পাক-ভারত দ্বৈরথ দেখা যেতে পারে।

এদিকে, পাক-ভারত ম্যাচকে ঘিরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং আয়োজক শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও নানা পরিকল্পনা নিয়ে রেখেছে। তাদের প্রত্যাশা, এই ম্যাচে গ্যালারি থাকবে পরিপূর্ণ। এ ছাড়া সর্বাধিক টিআরপি পেতে প্রথম ম্যাচটির দিনক্ষণও ঠিক করা হয়েছে ভারতের সাপ্তাহিক বন্ধের দিন রোববার।

এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতেখার আহমেদ, খুলদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শাহ নেওয়াজ দাহানি এবং উসমান কাদির।

এশিয়া কাপে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্ত, দীনেশ কার্তিক, হার্দিক  পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং এবং আভেশ খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে