বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ০৩:০৪:২১

ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে এ যেন অন্য জিম্বাবুয়ে

ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে এ যেন অন্য জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক: আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। তবে বাংলাদেশের বিরুদ্ধে যে জিম্বাবুয়েকে দেখা গিয়েছিল, তা আর দেখা গেল না। ভারতের বিরুদ্ধে ব্যাট হাতে এ যেন অন্য জিম্বাবুয়ে।

টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রন জানান ভারতীয় অধিনায়ক লোকেশ রাহুল। ব্যাটে নেমে ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে পড়ে হুড়মুড়িয়ে ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআফ। ১৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে জিম্বাবুয়ে। 

জিম্বাবুয়ে সফরের পরই এশিয়া কাপ। ফলে রাহুল এই সিরিজে কী রকম ছন্দে থাকেন, সেটার উপর ভারতীয় টিম ম্যানেজমেন্টের নজর থাকবে। এর বাইরে অবশ্য এই সিরিজ নিয়ে বলার তেমন কিছু নেই। জিম্বাবুয়ের কাছে এই সিরিজের গুরুত্ব বিশাল। 

সেটা শুধু মাঠে নয়, মাঠের বাইরেও। কারণ এই সিরিজ থেকে টিভি স্বত্ব থেকে জিম্বাবুয়ে ক্রিকেট যে পরিমাণ আয় করছে, সেটা তাদের অর্ধেক বছরের আয়। স্বাভাবিকভাবে বিসিসিআইয়ের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। 

মাঠের লড়াইয়ে কিন্তু সিকন্দর রাজারা ভারতকে চ্যালেঞ্জে ফেলার মানসিকতা নিয়ে নামছেন। বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ের ব্যাটাররা তিনশো প্লাস রান করেছেন। ভারতীয় বোলিং অ্যাটাকের বিরুদ্ধে সেটা করতে পারলে কিছুটা হয়তো লড়াই দেখা যেতে পারতো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে