বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ০৩:৪৮:০৬

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ভারত

স্পোর্টস ডেস্ক: দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশে আসে ভারত। সেই বছরের বিশ্বকাপ শেষে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে এসে ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জা নিয়ে যায় বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির দল।

এরপর ২০১৬ সালে আরেকবার বাংলাদেশে আসলেও সেটি ছিল এশিয়া কাপের উপলক্ষ্য হিসেবে। অবশেষে ৭ বছর পর আবারও দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে কোহলি-রোহিতরা। চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে টেস্ট খেলার জন্য আসবে ভারত।

আইসিসির প্রকাশিত ভবিষ্যৎ সূচি পরিকল্পনায় বাংলাদেশে ভারতের এই সফরের নিশ্চয়তা পাওয়া যায়। তবে এই সফরে কেবল টেস্ট নয় ওয়ানডে সিরিজও খেলবে দুই দল। আরও পড়ুন: যা কখনও আশা করেনি এমন সুখবর পেলেন টাইগাররা!

সফরে বাংলাদেশ-ভারত দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। ভারত এই বছর বাংলাদেশে সফর করার পর ২০২৪ সালে টাইগাররা যাবে ভারতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে