মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৪৪:২২

নারী উপস্থাপকের সঙ্গে এ কি করে বসলেন ওয়াসিম আকরাম!

নারী উপস্থাপকের সঙ্গে এ কি করে বসলেন ওয়াসিম আকরাম!

স্পোর্টস ডেস্ক: শেষ হয়েছে ২০২২ এশিয়া কাপ। এই টুর্নামেন্টের কমেন্ট্রি প্যানেলে ছিলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম। এই টুর্নামেন্টের প্রাক এবং পরবর্তী ম্যাচ বিশ্লেষনী অনুষ্ঠানে ওয়াসিম আকরাম কখনই রাখঢাক করে কোনও কথা বলেননি। 

আর সেকারণে মাঝেমধ্যেই সতীর্থ ধারাভাষ্যকারদের সঙ্গে তাকে খুনসুটি করতেও দেখা গিয়েছে। কখনও কখনও অনুষ্ঠানের অ্যাঙ্করের সঙ্গেও তাকে খুনসুটি করতে দেখা গিয়েছে। আর সেই দলে রয়েছেন প্রখ্যাত স্পোর্টস প্রেজেন্টার মায়ান্তি ল্যাঙ্গার কিন্তু নারী উপস্থাপকের সঙ্গে এ কি করে বসলেন ওয়াসিম আকরাম! 

ইতিপূর্বে এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচে মায়ান্তির একটি প্রশ্ন খুব একটা ভালোভাবে গ্রহণ করেননি ওয়াসিম আকরাম। তবে আরও একবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন মায়ান্তি। সৌজন্যে এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে ওয়াসিম আকরামের জবাব... আবার!

এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে পাকিস্তানকে শ্রীলঙ্কা ২৩ রানে হারিয়েছে এবং ষষ্ঠবার এশিয়া কাপের খেতাব জয় করেছে। পরে স্টার স্পোর্টসে আয়োজিত ম্যাচ পরবর্তী বিশ্লেষনী অনুষ্ঠানে মায়ান্তি একটা সহজ এবং সরল প্রশ্ন করেছিলেন। শ্রীলঙ্কা যে একেবারে আন্ডারডগ হয়েও শিরোপা জয় করলেন, তা নিয়ে আকরামের মতামত জানতে চান। 

কিন্তু পাকিস্তানের 'সুইং কিং' এটা একেবারে ভালোভাবে গ্রহণ করলেন না। মায়ান্তির প্রশ্ন ছিল, 'ওয়াসিম, আমি বুঝতে পারছি যে তোমার মাথার মধ্যে এখন ঠিক কোন চিন্তা ঘুরপাক খাচ্ছে। এবারের এশিয়া কাপে যে দলটাকে কেউ গোনার মধ্যেই রাখেনি, তারাই শেষ পর্যন্ত স্বপ্নের দৌড়ে শিরোপা জয় করে নিল।'

মায়ান্তির প্রশ্ন মাঝপথেই থামিয়ে ওয়াসিম বললেন, 'আমার মাথায় আপাতত কোনও চিন্তাই ঘুরপাক খাচ্ছে না। আজ যেভাবে শ্রীলঙ্কা খেলেছে, তাতে যোগ্য দল হিসেবেই ওরা চ্যাম্পিয়ন হয়েছে। ওরা একেবারে অন্য একটা দল হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে। পাকিস্তান দলে আমার একটাই সমস্যা চোখে পড়েছে, সেটা হল সংহতির অভাব।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে