বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৫২:৪৫

আইসিসির নতুন র‌্যাংকিংয়ে এশীয় ক্রিকেটারদের দাপট

আইসিসির নতুন র‌্যাংকিংয়ে এশীয় ক্রিকেটারদের দাপট

স্পোর্টস ডেস্ক: আইসিসির নতুন র‌্যাংকিংয়ে এশিয় ক্রিকেটারদের দাপট। আইসিসি'র সদ্য প্রকাশিত র‌্যাংকিংয়ে বিরাট উন্নতি করলেন বিরাট কোহলি। ১৪ ধাপ উঠে এসে টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় ১৫ নম্বর স্থানে অবস্থান করছেন কোহলি। সদ্যই ফর্মে ফিরেছেন কোহলি। দীর্ঘ সময়ের ব্যর্থতা কাটিয়ে শতরান করেন বিরাট। 

এর আগে টি-২০ ফরম্যাটে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে শতরান করলেও এটি ছিল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোহলির প্রথম শতরান। লাগাতার ব্যর্থ কোহলি টি-২০ ব্যাটসম্যানদের ক্রমতালিকায় ২৯ নম্বরে নেমে গিয়েছিলেন। তবে, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের পর এশিয়া কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহাকারী হওয়ার ফলে আবারও এই তালিকায় অনেকটা উঠে এলেন তিনি। 

বর্তমানে ১৪ ধাপ উঠে এসে টি-২০ ব্যাটসম্যানদের তালিকায় ১৫ নম্বর স্থানে অবস্থান করছেন কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করা ছাড়াও নিজাকাত খানের দুর্বল হংকং-এর বিরুদ্ধে অর্ধশতরান করেন কোহলি। বাবর আজমের নেতৃত্বাধীন অনভিজ্ঞ পাকিস্তান বোলারের সামনে পেয়ে রান করতে ভুল করেননি সুযোগসন্ধানী কোহলি।

এশিয়া কাপ ২০২২ জয়ী দল শ্রীলঙ্কার অন্যতম সদস্য ওয়ানিন্দু হাসারাঙ্গা উন্নতি করেছেন বোলারদের র‌্যাংকিং-এ। তিন ধাপ উঠে এসেছে আইসিসি টি-২০ বোলারদের তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছেন হাসারাঙ্গা। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায় সাত ধাপ উঠে চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন হাসারাঙ্গা। 

সদ্য সমাপ্ত এশিয়া কাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে তিন উইকেট সংগ্রহ করে হাসারাঙ্গা। ২০২২ সালে জেতার ফলে ষষ্ঠ বার এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল শ্রীলঙ্কা। ফাইনালের নায়ক ভানুকা রাজাপক্ষ ৩৪ ধাপ উঠে ৩৪ নম্বরের নিজের জায়গা করে নিয়েছেন।

অন্যদিকে, দল গ্রুপ পর্যায় থেকে বিদায় নিলেও সাকিব আল হাসান অল-রাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছেন। এশিয়া কাপে সম্পূর্ণ অফ-কালর থাকা মোহাম্মদ নবিকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন সাকিব। আইসিসি'র বিচারে ব্যাটসম্যানদের শীর্ষে রেখেছেন মোহাম্মদ রিজওয়ান। 

এশিয়া কাপের মধ্যেই শীর্ষ স্থানে উঠে আসেন রিজওয়ান। ৮১০ রেটিং নিয়ে রিজওয়ান রয়েছেন শীর্ষ স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, তার রেটিং ৭৯২। ৭৭১ রেটিং নিয়ে বাবর আজম রয়েছেন তৃতীয় স্থানে। প্রথম দশে ভারতের একমাত্র প্রতিনিধি সূর্যকুমার যাদব। ৭৫৫ রেটিং নিয়ে তিনি রয়েছেন চতুর্থ স্থানে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে