বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪৪:৩১

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা এই ক্রিকেটারের

সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা এই ক্রিকেটারের

স্পোর্টস ডেস্ক : সবধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন রবিন উথাপ্পা (Robin Uthappa)। টুইট করে তিনি একথা জানান। এই অবসরের ফলে ১৬ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টানলেন তিনি। 

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপের নায়ক রবিন উথাপ্পা KKR-কে IPL চ্যাম্পিয়ন করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি জাতীয় দল থেকে দূরে ছিলেন। 

IPL-এই দেখা যাচ্ছিল তাঁকে। সেখানেও তাঁকে তাঁর সেরা ফর্মে পাওয়া যায়নি। কয়েকটা ম্যাচে দাপট দেখালেও বেশিরভাগ ম্যাচে তাঁর অফফর্ম প্রকট হচ্ছিল। অবশেষে ৩৬ বছর বয়সে নিজের ব্য়াট প্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি।

দুটো ছবিতে নিজের বিদায়ি বার্তা লেখেন তিনি। সেই ছবিদুটো পোস্ট করেন। এছাড়া একটি ক্যাপশন লেখেন। টুইটের ক্যাপশনে তিনি লেখেন, “দেশ ও নিজের রাজ্য কর্ণাটকের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা আমার কাছে সম্মানের। তবে সব ভালো জিনিসের একটা শেষ আছে। এবং একটা বড় সিদ্ধান্ত নিয়ে আমি ভারতীয় ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসরের ঘোষণা করলাম।” 

বিদায়ি বার্তায় তিনি লেখেন, “আমি পেশাদার ক্রিকেট খেলছি ২০ বছর হয়ে গেল। এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের। অনেক উত্থান পতন দেখেছি আমি। প্রতিটা মুহূর্ত আমাকে একজন ভালো মানুষ হতে সাহায্য করেছে। আমি এবার আমার তরুণ পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, আমি জীবনের নতুন মুহূর্ত শুরু করতে মুখিয়ে আছি।”

তিনি তাঁর বিদায়ি বার্তায় BCCI প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব জয় শাহ ও সমস্ত কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন, সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ও কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে ধন্য়বাদ জানিয়েছেন। IPL-এও উথাপ্পার ছাপ রয়েছে।

তিনি মুম্বই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর,পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন। সাফল্য পেয়েছেন কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে। শেষ বার্তায় তিনি KKR ও CSK-কে বিশেষ বার্তা দিলেন। তিনি লেখেন, “একটা দারুণ মুহূর্ত উপভোগ করেছি। আমি সমর্থন পেয়েছি সবার থেকে। এগুলো আমি সবসময় নিয়ে চলব।”

২০০৬ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট অভিষেক করেন। ২০০৬ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি ওডিআই ক্রিকেট খেলেন। মোট ৪৬টা ম্যাচে তিনি করেন ৯৩৪ রান। টি-২০ ক্রিকেট তিনি খেলেন ২০০৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ম্যাচ ১৩ ও রান ২৪৯। ২০০৮ সাল থেকে তিনি IPL খেলেছেন। মোট ম্যাচ ২০৫। মোট রান ৪৯৫২। এছাড়া তিনি বলও করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে