বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:১৮:৪১

দারুণ এক সঙ্কটে পড়লো অস্ট্রেলিয়া ক্রিকেট দল

দারুণ এক সঙ্কটে পড়লো অস্ট্রেলিয়া ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক : আর মাত্র এক মাস পর বিশ্বকাপ অস্ট্রেলিয়ায়। অথচ, তার আগে সেই অস্ট্রেলিয়াই কি না সফরে আসছে ভারতে টি-টোয়েন্টি খেলতে। ভারতীয়দে বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ ২৩ এবং ২৫ সেপ্টেম্বর।

শুধু ভারত সফরই নয়, বিশ্বকাপ শুরুর আগেই দারুণ এক সঙ্কটে পড়লো অস্ট্রেলিয়া ক্রিকেট দল। চোটে পড়লেন তাদের তিন ক্রিকেটার। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারবেন না মিচেল স্টার্ক, মিচেল মার্শ এবং মার্কাস স্টোইনিসের মত তিন তারকা। তাদের পরিবর্তে নতুন তিনজনের নামও ঘোষণা করে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মার্শ চোটের কারণে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ দু’টি একদিনের ম্যাচ খেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একদিনের সিরিজে খেলেননি তিনি। গোড়ালিতে চোট রয়েছে মার্শের।

স্টোইনিস চোট পান নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে। ভারতের বিরুদ্ধে খেলতে আসার ঠিক আগে চোট পান স্টার্ক। তিনি হাঁটুতে চোট পেয়েছেন। এই তিন ক্রিকেটারের বদলে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া দলে নেওয়া হয়েছে নাথান ইলিস, ড্যানিয়াল শামস এবং শন অ্যাবটকে।

ভারতের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি মোহালিতে খেলবে অস্ট্রেলিয়া। ২৩ সেপ্টেম্বর নাগপুরে হবে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ হায়দরাবাদে। সেটি হবে ২৫ সেপ্টেম্বর।

অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার চোট পাওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টার্ক, মার্শ এবং স্টোইনিসকে প্রয়োজন হবে। তার আগে ছয়দিনের মধ্যে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে তিনটি ম্যাচ খেলা ওদের পক্ষে সম্ভব হবে না।”

ভারতের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারকে আগেই বিশ্রাম দিয়েছিল অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিনকে টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হয়েছে। অর্থাৎ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দলের সঙ্গে ভারতে আসা দলের ফারাক থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে