বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪১:৫৫

ম্যান সিটি ২, পিএসজি ৩, রিয়াল মাদ্রিদ ২

ম্যান সিটি ২, পিএসজি ৩, রিয়াল মাদ্রিদ ২

স্পোর্টস ডেস্ক: বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ছবিটা পাল্টে দিলেন আর্লিং হালান্ড। ঘরের মাঠে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৮৪ মিনিটে শূন্যে শরীর ছুড়ে দিয়ে বাঁ পায়ের টোকায় চোখজুড়ানো গোল করেন হালান্ড। 

পুরানো দলের বিরুদ্ধে গোল করে কোনও উল্লাসও দেখাননি নরওয়ের তারকা। ৫৬ মিনিটে মার্কো রয়েসের সেন্টারে মাথা ছুঁইয়ে অনবদ্য গোল করেন জুড বেলিংহ্যাম। ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ম্যান সিটিকে সমতায় ফেরান জন স্টোনস। নরওয়ে তারকার গোলে স্বস্তি ফেরে ম্যান সিটিতে।

সিটির জয়ের রাতে পিএসজির ত্রিফলাও উপহার দিলেন সুন্দর ফুটবল। গোল করলেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে এবং নেইমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। ২৪ মিনিটে চেরির গোলে এগিয়ে গিয়েছিল হাইফা। ৩৭ মিনিটে সমতা ফেরান মেসি। ৬৯ মিনিটে মেসির বাড়ানো বল ধরে গোল করে যান এমবাপে। ৮৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে যান নেইমার।

অন্য ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ২-০ হারায় লাইপজ়িগকে। ৮০ মিনিটে গোল করেন ভালভার্দে। সংযুক্ত সময়ে ব্যবধান বাড়ান আসেনসিয়ো। ইপিএলের আর এক দল চেলসি এখনও পেল না জয়। নতুন ম্যানেজার হিসেবে প্রথম ম্যাচে জয় অধরা রইল গ্রাহাম পটারের। 

বুধবার ঘরের মাঠে চেলসি ১-১ ড্র করেছেসলজ়বার্গের বিরুদ্ধে। ৪৮ মিনিটে রাহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। ৭৫ মিনিটে সমতা ফেরান ওকাফোর। চ্যাম্পিয়ন্স লিগের ফলাফল: ম্যান সিটি ২ ও ডর্টমুন্ড ১। মাক্কাবি হাইফা ১ ও পিএসজি ৩। রিয়াল মাদ্রিদ ২ ও লাইপজ়িগ ০।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে