বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪২:৫৮

অবসর নিলেন ভারতের বিশ্বকাপ জয়ী আরও এক তারকা

অবসর নিলেন ভারতের বিশ্বকাপ জয়ী আরও এক তারকা

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সব ফরম্যাট থেকে অবসর নিলেন ভারতের বিশ্বকাপ জয়ী আরও এক তারকা রবিন উথাপ্পা। টুইট করে নিজের অবসরের কথা জানিয়েছেন উথাপ্পা। ভারতের হয়ে ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনির টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। 

আইপিএলে দুইবার ট্রফি জিতেছেন উথাপ্পা। ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স ও ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল জিতেছেন কর্নাটকের এই ডান হাতি ব্যাটার। ২০০৬ সালের ১৫ এপ্রিল ভারতের এক দিনের দলে অভিষেক হয়েছিল উথাপ্পার। পরের বছর ১৩ সেপ্টেম্বর ভারতের টি-২০ দলেও অভিষেক হয় তার। 

২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ভাল খেলেছিলেন উথাপ্পা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই অর্ধশতরান করেছিলেন। অধিনায়ক হিসাবে ধোনির বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল তার। ২০১৫ সালের ১৪ জুলাই ভারতের হয়ে শেষ বার এক দিনের ম্যাচে খেলতে নামেন উথাপ্পা।

বিদায় বার্তায় উথাপ্পা লিখেছেন, ‘আমার রাজ্য কর্নাটক ও দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সব থেকে বড় সম্মানের। সব ভালরই একটা শেষ আছে। খুব ভারাক্রান্ত মনে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা জানাচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে