বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ০৩:২৭:৪৯

এমন সুখবরটি জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি পাপন

এমন সুখবরটি জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি পাপন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় বাকি নেই খুব একটা। আগামী ১৬ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টির বিশ্বআসর। বাংলাদেশ গতকাল বুধবার দল ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের বলয়ে ঢুকে গেছে। এই টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ ছাড়াও বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে খেলবে স্বাগতিক দল ও পাকিস্তানের বিপক্ষে।

তবে শেষ কিছু দিনে বিশ্বকাপের আগে বিদেশের মাটিতে আরও এক ক্যাম্পের কথাও শোনা যাচ্ছিল। এমন সুখবরটি জানিয়েছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এবার জানা গেল বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আরব আমিরাতের সঙ্গে ২ ম্যাচ সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ২২ সেপ্টেম্বর এই সিরিজ খেলতে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী  ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর দুবাইয়ে ২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবেন লিটন-সোহানরা।

এই সিরিজে সাকিব আল হাসানকে পাচ্ছে না দল। বর্তমানে তিনি আছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। বাংলাদেশের সিরিজ যখন চলবে তখন তিনি থাকবেন সেখানেই, খেলবেন সিপিএলে। আগামী ১ অক্টোবর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে