বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ০৭:১২:১৫

টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হলেও টুর্নামেন্টে পাকিস্তানের সার্বিক পারফর্ম্যান্স মোটেও খারাপ ছিল না। তাই এশিয়া কাপের মূল দলটিকেই কার্যত টি-২০ বিশ্বকাপের জন্য ধরে রাখল পাকিস্তান। 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করল পাকিস্তান। উল্লেখযোগ্য বিষয় হল, পাক নির্বাচকরা বিশ্বকাপের স্কোয়াড থেকে ছেঁটে ফেলেন অভিজ্ঞ তারকা ফখর জামানকে। ফখর এশিয়া কাপে মোটেও ছন্দে ছিলেন না। হংকংয়ের বিরুদ্ধে একটি ম্যাচে হাফ-সেঞ্চুরি ছাড়া তার ব্যাটে বড় রানের দেখা মেলেনি। 

যদিও ক্যাপ্টেন বাবর আজমের তুলনায় ভালো ছিল তার সার্বিক পারফর্ম্যান্স। ফখরকে বিশ্বকাপের মূল স্কোয়াডে না রাখলেও স্ট্যান্ড-বাই হিসাবে তার নাম ঘোষণা করেছেন পাক নির্বাচকরা। তিনি ট্রাভেলিং রিজার্ভ হিসাবে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন।

ফখর জামানের মতোই মূল স্কোয়াড থেকে বাদ পড়ে রিজার্ভের তালিকায় চলে গিয়েছেন শাহনওয়াজ দাহানি। এছাড়া রিজার্ভ ক্রিকেটার হিসাবে নাম রয়েছে মোহাম্মদ হ্যারিসের। বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন শাহিন আফ্রিদি। মোহাম্মদ ওয়াসিমও ফিরে এসেছেন। এশিয়া কাপে পরিবর্ত হিসাবে দলে ঢুকলেও বাদ পড়েছেন সিনিয়র পেসার হাসান আলি। 

স্ট্যান্ড বাই হিসেবেও তার নাম বিবেচনা করেনি পাক নির্বাচকরা। জাতীয় নির্বাচকরা ফের একবার সিনিয়র তারকা শোয়েব মালিকেরর দিক থেকে মুখ ফিরিয়ে থাকলেন। বড় তিনটি পরিবর্তন করে টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড ঘোষণা করেছে পিসিবি।

পাকিস্তানের স্কোয়াড: বাবর আজম (অভিনায়ক), শাদব খান (সহ-অভিনায়ক), আসিফ আলি, হায়দার আলি, হ্যারিস রউফ, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও উসমান কাদির। রিজার্ভ: শাহনওয়াজ দাহানি, হ্যারিস ও ফখর জামান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে