বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৪:১২

১৭ বছর পর প্রথমবার পাকিস্তানের পৌঁছাল ইংল্যান্ড

১৭ বছর পর প্রথমবার পাকিস্তানের পৌঁছাল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: ১৭ বছর পর প্রথমবার পাকিস্তান সফরে পৌঁছাল ইংল্যান্ড। বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর করাচিতে পৌঁছেছে ইংল্যান্ড ক্রিকেট দল। নিরাপত্তার কারণে পাকিস্তান সফর না করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। পাকিস্তানের মাটিতে ইংল্যান্ড সর্বশেষ খেলেছিল ২০০৫ সালে। 

গত বছরই ইংল্যান্ড দলের পাকিস্তান সফরের কথা ছিল, কিন্তু নিরাপত্তার কারণে নিউজিল্যান্ড সফর বাতিল করে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। ফলে পিছিয়ে গিয়েছিল এই সফর। নিউজিল্যান্ড এবং তারপরে ইংল্যান্ড বোর্ডের এই পদক্ষেপ পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ক্ষুব্ধ করেছিল।

কারণ এটি এমন সময় ঘটে ছিল যখন দুটি বড় দল পাকিস্তানে যেতে মানা করেছিল। সেই সময়ে পাকিস্তান তার নিরাপত্তা খ্যাতি পুনরুদ্ধার করতে মরিয়া ছিল। গত পাঁচ বছরে পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। এই বছরের শুরুতে, অস্ট্রেলিয়ার দল প্রায় ২৪ বছর পর পাকিস্তান সফরে আসে এবং সফলভাবে সেই সফর শেষও করে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ অর্থাৎ বৃহস্পতিবার দল ঘোষণা করতে পারে। জোস বাটলারের নেতৃত্বে ১৯ সদস্যের ইংল্যান্ড দল করাচি এবং লাহোরে পাকিস্তানের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সাতটি টি-২০ খেলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে