শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৪:৫৭

মেসি-দি মারিয়াকে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার

মেসি-দি মারিয়াকে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক: মিয়ামিতে ২৩ সেপ্টেম্বর হন্ডুরাস ও চার দিন পর নিউইয়র্কে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এ দুটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ম্যাচ দুটির জন্য কাল লিওনেল মেসি ও আনহেল দি মারিয়াকে রেখে ২৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা।

যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) খেলা আটলান্টা ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার থিয়াগো আলমাদা প্রথমবারের মতো ডাক পেয়েছেন আর্জেন্টিনা দলে। গত ফেব্রুয়ারিতে আটলান্টার হয়ে অভিষেকের পর এমএলএসে এখন পর্যন্ত ৬ গোল করার পাশাপাশি ১১টি গোল বানিয়েছেন আলমাদা। 

প্রস্তুতি ম্যাচগুলোয় ভালো খেলে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা করে নিতে চান ২১ বছর বয়সী এ ফুটবলার, ‘জাতীয় দলে সুযোগ পাওয়া সব খেলোয়াড়েরই স্বপ্ন। পেশাদার খেলোয়াড় হওয়ার পর এই স্বপ্নই লালন করেছি।’

কাতার বিশ্বকাপ শুরুর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৬ নভেম্বর দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে। এরপর ২২ নভেম্বর ‘সি’ গ্রুপ থেকে সৌদি আরবের মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কালোনির দল। ৩৩ ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে