শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০৩:১৯:৩২

পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে এ কি বললেন মোহাম্মদ আমির!

পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে এ কি বললেন মোহাম্মদ আমির!

স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দল ঘোষণার পরই পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে এ কি বলে বসলেন সাবেক পেসার মোহাম্মদ আমির।

স্কোয়াডে জায়গা পাওয়া ক্রিকেটারদের রীতিমতো ‘সস্তা’ বলেই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই পেসার। দল ঘোষণার পর টুইটারে এক পোস্টে আমির লিখেছেন, ‘প্রধান নির্বাচকের সস্তা দল বাছাই।’ 

অভিমান নিয়ে মোহাম্মদ আমির অবসর ঘোষণা করেছেন অনেক আগে। ফলে স্বভাবতই তার বিশ্বকাপ দলে থাকার কথা নয়। ১৫ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে, সেই দলে পেস বিভাগের নেতৃত্বে আছেন শাহিন শাহ আফ্রিদি। 

শাহিন ইনজুরির কারণে এশিয়া কাপের দলে জায়গা পাননি। যদিও তার অভাব বুঝতে দেননি নবাগত নাসিম শাহ। সেই নাসিমও রয়েছেন বিশ্বকাপের দলে। গুঞ্জন সত্যি করেই বাদ পড়লেন টপঅর্ডার ব্যাটার ফখর জামান। তাকে রাখা হয়েছে রিজার্ভ হিসেবে। 

বিশ্বকাপ দলে যুক্ত হলেন শান মাসুদ। জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টেস্ট খেললেও এখনো টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি তার। এশিয়া কাপে গড়পড়তা পারফরম্যান্স ছিল টুর্নামেন্টের রানার্সআপ পাকিস্তানের। কোনো ম্যাচে বোলাররা জ্বলে উঠলেও দেখা গেছে ব্যাটাররা ছিলেন নিষ্প্রভ।

আবার কোনো ম্যাচে ঠিক তার উল্টো চিত্র দেখা গেছে। যার ফলে অন্যতম ফেবারিট হয়েও ফাইনালে শ্রীলঙ্কার কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে। পাকিস্তানের অধিনায়ক এবং ব্যাটিংয়ের অন্যতম ভরসা বাবর আজম ফর্মে নেই। এছাড়া মিডল অর্ডারের দুর্বলতাও ভাবাচ্ছে দলকে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে