শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ০৭:২৫:২৮

আইপিএলে মুম্বাইয়ের পর এবার পাঞ্জাবের কোচ বদল

আইপিএলে মুম্বাইয়ের পর এবার পাঞ্জাবের কোচ বদল

স্পোর্টস ডেস্ক: আইপিএলে মুম্বাইয়ের পর এবার পাঞ্জাবের কোচ বদল হল। পাঞ্জাব কিংস দলের কোচ হলেন ট্রেভর বেইলিস। আইপিএলে শেখর ধাওয়ানদের দায়িত্বে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের সাবেক কোচকে। অনিল কুম্বলের জায়গায় কোচ করা হয়েছে তাকে। 

কুম্বলের চুক্তি নবীকরণ করেনি পাঞ্জাব। কুম্বলের প্রশিক্ষণে ধাওয়ানরা সে ভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ২০২২ সালের আইপিএলে ষষ্ঠ স্থানে শেষ করে পাঞ্জাব। কুম্বলের প্রশিক্ষণে টানা তিন বছর প্লে অফে উঠতে পারেনি তারা। বেইলিসের প্রশিক্ষণে ট্রফি জিতেছিল কেকেআর। 

তাকে কোচ করে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে পাঞ্জাব। বেইলিস বলেন, “পাঞ্জাব কিংসের কোচ হয়ে আমি গর্বিত। দলে প্রচুর প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তাদের নিয়ে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।” শুধু আইপিএলে ট্রফি জয় নয়, এক দিনের বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে বেইলিসের। 

২০১৯ সালে ইংল্যান্ডের কোচ ছিলেন তিনি। মর্গ্যানদের দলের বিশ্বকাপ জয়ের পিছনে বড় ভূমিকা নেন বেইলিস। কেকেআর দুবার আইপিএল জেতে। সেই দুবারই কোচ ছিলেন বেইলিস। কুম্বলেকে না রাখার সিদ্ধান্ত নেন পাঞ্জাব দলের মালকিন প্রীতি জিনতা। 

পাঞ্জাব দলের তরফে এক সূত্র বলেছেন, “কুম্বলের চুক্তি ছিল তিন বছরের জন্য। সেই চুক্তি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোটাই মৌখিক সিদ্ধান্ত। কুম্বলের বদলি দ্রুত খুঁজে ফেলবে দল।” ২০২০ সালে কুম্বলেকে কোচ হিসাবে নিয়োগ করেছিল পাঞ্জাব। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে