শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৩:০২

টাইগার ক্রিকেটারদের জন্য এবার চমৎকার উদ্যোগ নিল বিসিবি

টাইগার ক্রিকেটারদের জন্য এবার চমৎকার উদ্যোগ নিল বিসিবি

স্পোর্টস ডেস্ক: খেলাধুলা এখন আর শুধু নিছক বিনোদন নয়। এর সঙ্গে এখন যুক্ত বাণিজ্য, প্রযুক্তি, বিজ্ঞানসহ অনেক বিষয়। টাইগার ক্রিকেটারদের জন্য এবার চমৎকার উদ্যোগ নিল বিসিবি! বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার বিজ্ঞানের ওপর একটু জোর দিচ্ছে। 

কোচদের জন্য তিনদিনের বায়োমেকানিকস ওয়ার্কশপের দীক্ষা দিতে ভারত থেকে বাংলাদেশে এসেছেন ফিটনেস ট্রেনার রতনেশ সিং। 

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে আজ (শুক্রবার) থেকে শুরু হয়েছে বিজ্ঞানের এ কোর্সটি। স্থানীয় কোচরা প্রথমবারের মতো অংশ নিয়েছেন ব্যতিক্রমধর্মী এ আয়োজনে। 

প্রথম দিনের কার্যক্রম শেষে আজ দুপুরে মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গেম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা ও অতিথি রতনেশ সিং। 

ফাহিম বলেন, আসলে আমাদের কোর্সটা হচ্ছে বায়োমেকানিকস, স্পোর্টস সায়েন্স ও হাই পারফরম্যান্স কোচদের জন্য। আমাদের এখানে অন্যান্য স্পোর্টসে আমরা এটি ব্যবহার করিনি। 

আমাদের কোচরা বায়োমেকানিকসের ওপর কিছু বেসিক জ্ঞান পেয়ে থাকে লেভেল-১, লেভেল-২ তে। আমরা চাচ্ছিলাম গভীরভাবে একটা কোর্স করানোর জন্য। 

উনি হচ্ছে বিসিসিআইয়ের ট্রেনার, দিক নির্দেশক। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে কাজ করেন। একটা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবেও আছেন। 

সায়েন্সের সঙ্গে ক্রিকেট কীভাবে সংযুক্ত, এখনকার সময়ে এটাই পরিচয় করিয়ে দিতে আমরা উনাকে প্রথমবার নিয়ে এসেছি। আমার মনে হয় বিশ্বজুড়ে এটার ব্যবহারকারী এখন অনেক বেশি। আমরাও এটাতে অভ্যস্ত হওয়ার ইচ্ছে রাখি। 

বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে সবদিক থেকেই, ক্রিকেটারদের পাশাপাশি যারা দেখভাল করছেন তাদেরও কৃতিত্ব দিতে চান রতনেশ সিং। ক্রিকেটের সঙ্গে বায়োমেকানিক ও স্পোর্টস সায়েন্সের যোগসূত্র তুলে ধরে এই গুণী ট্রেনার সাংবাদিকদের বলেন, সব দিক দিয়ে বাংলাদেশ ক্রিকেট উন্নতি করছে। 

এটা শুধু খেলোয়াড়দের মাধ্যমে হচ্ছে তা না। একটা যৌথ প্রচেষ্টা বলা যায়। যারা তাদের দেখভাল করছে তাদেরও কৃতিত্ব দিতে হয়। আমি খুব খুশি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পোর্টস সায়েন্স বিষয়টা বিশ্বাস করে। আর সেভাবেই ফাহিম ও কায়সার ভাইয়ের সঙ্গে আমার কথা হয়। 

এটি আসলে অনেককিছুর সমন্বয়, একটা পারফরম্যান্সের জন্য। আমি আসলে বলতে পারি না যে বায়োমেকানিকসই পারফরম্যান্স বদলে দেবে। এটি নির্ভর করে ডায়েট প্ল্যান, ফিজিক্যাল ক্যাপাসিটির ওপর। 

আসলে এটি একটি টিম গেম, খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সমন্বয়। আমি আশা করি, সামনের দিনগুলোতে জুনিয়র ও সিনিয়র ক্রিকেটে বাংলাদেশ এসব সঙ্গী করেই এগোবে। 

আপনি কোনোভাবেই বলতে পারেন না একমাত্র ডায়েটই গুরুত্বপূর্ণ। অবশ্যই ডায়েট ঠিক থাকলে আপনি একদিক থেকে এগিয়ে থাকলেন। তবে সবকিছু যথাসময়ে কাজে লাগানো, ফিজিক্যাল ক্যাপাসিটি, টেকনিক, স্কিল…আর দেশের জন্য খেলা মানে আপনি ক্রিকেটে ঠিকঠাকই। 

এ ট্রেনার আরও বলেন, বাকি সব সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে যেন আপনি লম্বা সময় ধরে পারফর্ম করতে পারেন। যে কারণে সাইকোলজি, মেন্টাল মেকাপ গুরুত্বপূর্ণ, অনেক কিছুই আছে এখানে। আমি বলব না এটা কেবল বোলার বা ব্যাটারের জন্য, আমি বলব স্পোর্টস সায়েন্স ক্রিকেটের প্রতিটি বিভাগের জন্যই গুরুত্বপূর্ণ সেটা হোক ব্যাটিং, বোলিং, থ্রোয়িং কিংবা ফিল্ডিং। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে