শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:৫৮:৪৪

‘ওর টি-২০ ক্রিকেট নিয়ে কোনও ধারনা নেই’

‘ওর টি-২০ ক্রিকেট নিয়ে কোনও ধারনা নেই’

স্পোর্টস ডেস্ক: সদ্য বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। শেষ দিনে কোনওরকমে দল ঘোষণা করেছে পিসিবি। শেষ পর্যন্ত দল গঠন নিয়ে দ্বিধা ছিল। অবশেষে ১৫ তারিখ সন্ধ্যায় দল ঘোষণা করে। তবে দল ঘোষণের পর থেকে বিভিন্ন মহল থেকে নিন্দা ভেসে আসতে থাকে। 

একাধিক সমস্যা দেখা যায় দলে। সাবেক ক্রিকেটাররা নির্বাচকদের উপর ক্ষোভ প্রকাশ করতে থাকেন। এমনিতেই এশিয়া কাপের ফাইনালে গিয়ে হতশ্রী পারফরমেন্স নিয়ে ক্ষুব্ধ পাকিস্তানি সমর্থকরা। দল গঠনে এই দুর্বলতা নিয়ে কেউ ছাড় দিতে চাননি।

এবার পাকিস্তানের দলে ফিরেছেন শাহিন আফ্রিদি তবে দলে রাখা হয়নি ফখর জামানকে। সব মিলিয়ে দল নিয়ে অখুশি পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা। এছাড়াও দলের কোচ নিয়েও ক্ষুব্ধ সাবেকরা। মোহাম্মদ আমির টুইট করে নির্বাচকদের নিন্দা করেন। তিনি লেখেন, “চিফ সিলেক্টরের চিপ দল গঠন।”

একই সুর শোনা গেছে শোয়েব আখতারের গলায়। তিনি নিজের ইউটিউবে একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন। কারণ এশিয়া কাপে পাকিস্তানকে ভুগিয়েছে মিডল অর্ডার। এই পরিস্থিতিতে দলে ফখর জামানকে না নেওয়া সবথেকে ভুল সিদ্ধান্ত বলে তিনি মনে করেন।

আখতার বলেন, “পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা কী দল গঠন করেছে! মিডল অর্ডারে সমস্যা কিন্তু মিডল অর্ডার নিয়ে ওরা কী করল? মিডল অর্ডারে পরিবর্তন করল না। ফখর জামানের ব্যাপারে আমি অনেকবার বলেছিলাম, যে ওকে ছয় ওভার দাও। অস্ট্রেলিয়ায় ফখর কার্যকর হত কিন্তু বাবর আজমকে উপরে রাখল।”

এরপরই কোচকে নিয়ে শোয়েব বলেন, ‘সাকলিন শেষবার ২০০২ সালে ক্রিকেট খেলেছিল, আমি ওকে নিন্দা করতে চাই না। কিন্তু ওর টি-২০ ক্রিকেট নিয়ে কোনও ধারনা নেই। এবার মোহাম্মদ ইউসুফ দলে নেই। ও ভালো ফর্মে ছিল। ইউসুফ দলের সম্পদ ছিল। কিন্তু আমি জানি না কেন সরানো হল।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে