শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:০৯:০৫

হঠাৎ এতো বড় সিদ্ধান্ত কেন নিলেন রবি শাস্ত্রী?

হঠাৎ এতো বড় সিদ্ধান্ত কেন নিলেন রবি শাস্ত্রী?

স্পোর্টস ডেস্ক: কোচিং কেরিয়ারকে বিদায় জানিয়েছেন রবি শাস্ত্রী। ভারতীয় দলের কোচ হিসেবে মেয়াদ ফুরনোর পর আর কোচিং কেরিয়ারে পা বাড়াননি। বেছে নিয়েছেন নিজের পুরানো পেশা কমেন্ট্রিকেই। যদিও শাস্ত্রীকে কোচ হিসেবে পেতে অনেক দলই এগিয়ে ছিল। 

জাতীয় দলে কোচিং করানোর সময় আইসিসির ট্রফি না জিতলেও তিনি দলের মানসিকতায় পরিবর্তন এনেছিলেন। তার নেতৃত্বে ভারত বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে, যা অতীতে কিছুটা কঠিন ছিল। তবে এই সাফল্যের সঙ্গে থেকে কেন কোচিং থেকে বেরিয়ে গেলেন তিনি? 

হঠাৎ এতো বড় সিদ্ধান্ত কেন নিলেন রবি শাস্ত্রী? এই প্রশ্নই বারবার ঘোরাফেরা করেছিল ক্রিকেটের অন্দরে। কোচিংয়ে সফল কেরিয়ার থাকা সত্ত্বেও তিনি বাইরে থেকেই ক্রিকেটকে দেখার ব্যাপারে নজর দিয়েছেন। কেন তিনি কোচিং ছাড়লেন তা নিয়ে অবশেষে মুখ খুললেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী ৬০ বছরের বেশি বয়সি কেউ জাতীয় দলের কোচ হিসেবে থাকতে পারবেন না। রবি শাস্ত্রীর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য ছিল। তাই ২০২১ টি-২০ বিশ্বকাপের পর তার সঙ্গে আর চুক্তি বাড়ানো হয়নি। টি-২০ বিশ্বকাপে ভারতের হতাশাজনক পারফরমেন্সও যার কিছুটা কারণ ছিল। 

এরপর শোনা গিয়েছিল তিনি আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পারেন। কিন্তু সেটা আর হয়নি। বর্তমানে তিনি লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার ও ধারাভাষ্যকর হিসেবে বিভিন্ন চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তার কোচিং কেরিয়ার নিয়ে মুখ খোলেন।

রবি শাস্ত্রী বলেন, “আমার কোচিং শেষ। সাত বছর যা করার ছিল, আমি করে ফেলেছি। আমি যদি এবার কিছু কোচিং করি তাহলে সেটা তৃণমূলস্তরে হবে, সেটা করছে আমার সংস্থা। আমি সেখানে ভবিষ্যতে অংশগ্রহণ করব। এর বাইরে, কোচ হিসাবে আমার সময় শেষ। আমি এবার দূর থেকে ক্রিকেট দেখব এবং উপভোগ করব।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে