শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৫:৪০:০৪

বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে? জানালেন হাসান মাহমুদ

বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে? জানালেন হাসান মাহমুদ

স্পোর্টস ডেস্ক: তরুণ পেসার হাসান মাহমুদ ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই লড়েছেন ইনজুরির সঙ্গে। যখনই বল হাতে দাপট, তখনই ইনজুরি ঘায়েল করেছে তাকে। সেই অতীত পেছনে ফেলে এবার জায়গা করে নিয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে।

এবারই প্রথম কোন বিশ্বকাপ স্কোয়াডে নাম রয়েছে হাসানের। তাইতো এই তরুণ একটু বেশিই উচ্ছ্বসিত, আবেগের লাগামটাও যেন ছেড়ে দিয়েছেন! জানালেন দেশের হয়ে এত বড় মঞ্চে অংশগ্রহণ করাটা অবশ্যই গর্বের। সঙ্গে বিশ্বকাপ জয়ের স্বপ্নেও পেসার হাসান মাহমুদের চোখে!

টাইগাররা দুই ম্যাচ টি-টোয়েন্টি খেলতে ২২ তারিখ দুবাইয়ের বিমান ধরবে। এর মধ্যে দেশের মাটিতে নেই তেমন অনুশীলন, যা রয়েছে তা সবই ব্যক্তিগত। পেসার হাসান মাহমুদ এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। বিশ্বকাপ দলে খেলবো এটা ভাবতেই উত্তেজনা কাজ করছে লক্ষীপুরের এই পেসারের।

হাসান বলেন, ‘বিশ্বকাপের মতো এত বড় আসরে খেলবো এটা ভাবতেই নিজের ভেতর খুবই উত্তেজনা কাজ করছে। এত বড় এক আসরে বাংলাদেশের হয়ে অংগ্রহণ করতে যাচ্ছি এটা আরো বড় গর্বের বিষয় আমার কাছে। খুবই আনন্দিত আমি।’

বাংলাদেশ কবে বিশ্বকাপ জিতবে? হাসান মাহমুদ জানালেন, বাংলাদেশ সেদিনই বিশ্বকাপ জিতবে, যেদিন দলের সকল খেলোয়াড় মন থেকে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে। তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার স্বপ্ন তো দেখি সবসময়। ইনশাআল্লাহ, যখন দলের সকল খেলোয়াড়ই মন থেকে নিজের সেরাটা দেওয়ার প্রচেষ্টা করবে সেদিন আমরা বিশ্বকাপ জিতবো।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে