শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৫৫:২০

দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে ভারতীয় দলের পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। তবে বিরাট কোহলি কিছুটা হলেও তার পুরনো ছন্দ ফিরে পেয়েছিলেন। তার পারফরম্যান্স নতুন করে রোহিত শর্মার দলকে আশা দেখাচ্ছে। সামনেই টি-২০ বিশ্বকাপ। 

অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা এই বিশ্বকাপের আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি টি-২০ খেলবে ভারতীয় দল। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-২০ ছাড়াও তিনটি একদিনের ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। আর দুটি সিরিজে দুটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন কোহলি।

টি-২০ ক্রিকেটে ১১ হাজার রানের থেকে মাত্র ৯৮ রান দূরে রয়েছেন বিরাট। আসন্ন দুটি সিরিজে তিনি এই রান করতে পারলে, প্রথম ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে ১১ হাজার রান তিনি পূরণ করবেন। ক্রিকেটের এই ফরম্যাটে ৩৪৯টি ম্যাচে বিরাট এখনও পর্যন্ত ১০৯০২ রান করেছেন। গড় ৪০.৩৭। স্ট্রাইক রেট ১৩২.৯৫। 

২,৪০০২ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বিরাট কোহলি রয়েছেন সপ্তম স্থানে। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজে কোহলি ২০৭ রান করতে পারলে, তিনি রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে ষষ্ঠ স্থানে পৌঁছে যাবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ৫০৯ ম্যাচে দ্রাবিড়ের রান ২৪২০৮।

অন্যদিকে রোহিত এই ফরম্যাটে ১০৪৭০ রান করে ভারতীয় ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। শীর্ষে রয়েছেন বিরাট। বিরাট বর্তমানে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চার নম্বরে রয়েছেন। শীর্ষে ক্রিস গেইল (১৪৫৬২), দুই নম্বরে শোয়েব মালিক (১১৮৯৩) এবং তিনে কায়রন পোলার্ড (১১৮২৯) রয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে