শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৭:৩৮:৩১

'আপনারা চুপ করুন, আবার শুরু করবেন না', রেগে গেলেন গাম্ভীর

'আপনারা চুপ করুন, আবার শুরু করবেন না', রেগে গেলেন গাম্ভীর

স্পোর্টস ডেস্ক: রানে ফিরেছেন বিরাট কোহলি। এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে শতরান পেয়েছেন তিনি। তার এই শতরানের সুবাদে জাতীয় দলে তার উপর ভরসা আরও বেড়েছে। এবার এশিয়া কাপে বিরাট কোহলি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। 

তিনি দুটো অর্ধশতরান ও একটি শতরান করেন। ৭১ তম শতরানের পর বিভিন্ন মহল থেকে দাবি উঠতে থাকে টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে ওপেন করতে পাঠানোর। কারণ চোট সারিয়ে ফিরলে এখনও নিজের চেনা ছন্দে নেই কেএল রাহুল।

রোহিত শর্মা চেনা ছন্দে থাকলেও ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না তিনি। এই পরিস্থিতিতে বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ ইভেন্টে ভারতকে ব্যাটিং নিয়ে ভাবতেই হচ্ছে। এই পরিস্থিতিতে বিরাটকে ওপেন করানোর দাবি তোলা হচ্ছে। এশিয়া কাপের পর কেএল রাহুলকে প্রশ্ন করা হয়েছিল বিরাটকে ওপেন করতে দেওয়ার ব্যাপারে। 

জবাবে রাহুল জানিয়েছিলেন, বিরাট ওপেন করলে তাকে বসতে হতে পারে। এবার গৌতম গাম্ভীরকে কোহলির ব্যাপারে প্রশ্ন করা হল। প্রশ্ন শুনে কিছুটা রেগে গেলেন গাম্ভীর, সাংবাদিকদের বলে দিলেন ‘চুপ করুন।’ 

একটি অনুষ্ঠানে তাকে বিরাটকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ওর (বিরাট) ওপেন করার ব্যাপারে আপনারা চুপ করুন, আবার শুরু করবেন না। দলে কেএল রাহুল ও রোহিত শর্মা থাকলে বিরাট ওপেন করতে পারবে না। আমি আগেও অন এয়ারে বলেছি যে এটা নিয়ে কোনও আলোচনার দরকার নেই।"

ভারতের সাবেক ওপেনার আরও বলেন, “আমি সবসময় বিরাটকে ৩ নম্বরে দেখতে চাই। যদি ওপেনার ব্যাটার ১০ ওভারের মধ্যে আউট হয়ে যায়, তাহলে আমাদের কাছে সূর্যকুমার আছে। যদি আরও দ্রুত উইকেট পড়ে যায় তাহলে কোহলি আছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে