রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৫:৩৯

সেই কারণে এই ক্রিকেটারকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া

সেই কারণে এই ক্রিকেটারকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: ২০ সেপ্টেম্বর থেকে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ৩টি টি-২০ ম্যাচের একটি সিরিজ শুরু হতে চলেছে। এবং এই সিরিজে সকলের চোখ থাকবে বিরাট কোহলির দিকে। এশিয়া কাপে বহু প্রতিক্ষিত শতরান পেয়েছেন বিরাট। 

এ বার মেন ইন ব্লুর সামনে নয়া চ্যালেঞ্জ। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বাধিক রান রয়েছে কোহলির নামের পাশে। বিরাট কোহলিই একমাত্র খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৫০০ রানের বেশি করেছেন। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোট ৭১৮ রান রয়েছে বিরাটের নামের পাশে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে কোহলি ১৮টি ইনিংসে মোট ৭টি হাফ সেঞ্চুরি করেছেন। তার সবচেয়ে বড় ইনিংস ছিল অপরাজিত ৯০ রান।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে কোহলির গড় ৫৯.৮৩, তার স্ট্রাইক রেট ১৪৬.২৩। সিডনিতে ৮ ডিসেম্বর ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-২০ ম্যাচে বিরাট কোহলি ৮৫ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন। সেই কারণে এই ভারতীয় ক্রিকেটারকে ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে