রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০১:১৭:৪৩

ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে একটা সুখবর আসতে চলেছে!

ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে একটা সুখবর আসতে চলেছে!

স্পোর্টস ডেস্ক: গত মরশুম অর্থাৎ ২০২২ সালে ১০টি দলের মধ্যে IPL টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ২০১১ সালেও এই একই ফরম্যাটে খেলা হয়। 

তবে ২০১২ এবং ২০১৩ সালে ৯টি দলের মধ্যে এই ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছিল। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের বেশিরভাগ মরশুমেই আটটি দলের মধ্যে লড়াই দেখতে পাওয়া গিয়েছে।

ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে খুব তাড়াতাড়ি একটা সুখবর আসতে চলেছে। অন্তত এমনটাই মনে করা হচ্ছে। কারণ এবার দেশে একবার নয়, বরং দু'বার করে IPL টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে। 

ইতিমধ্যেই এই দাবি জোরাল হয়ে উঠতে শুরু করেছেন। ভারতেরর মাটিতে এবার থেকে একবার নয়, বরং দু'বার করে IPL টুর্নামেন্ট দেখার সুযোগ মিলতে পারে। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন খোদ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ।

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন যে সেইদিন আর খুব বেশি দুরে নেই, যখন এক বছরে দু'বার করে IPL টুর্নামেন্ট আয়োজন করা হবে। 

শাস্ত্রী আরও বললেন, দু'বার করে IPL টুর্নামেন্ট আয়োজন করা হলে প্রথম সিজনটা যেমন হয় ঠিক তেমনই হবে। আর দ্বিতীয় সিজনটা শর্ট ফরম্যাটে আয়োজন করা হতে পারে। 

এরমধ্যে বেশিরভাগই নকআউট রাউন্ড থাকবে। গোটা দেশে যেভাবে ঘরোয়া টি-২০ ক্রিকেট লিগের জনপ্রিয়তা দিনের পর দিন বেড়েই চলেছে, সেই কথাটা মাথায় রেখেই রবি শাস্ত্রী এমন মন্তব্য করেছেন।

টাফার্স অ্যান্ড ভন ক্রিকেট শো'য়ে এসে রবি শাস্ত্রী বললেন, 'আমার তো মনে হচ্ছে যে এবার থেকে বছরে দুটো করে IPL টুর্নামেন্ট আয়োজন করা হবে। যদি এটা সম্ভব হয়, তাহলে আমি একটুও অবাক হব না। 

মূল কম্পিটিশনে ১০টি দল একে অপরের বিরুদ্ধে লড়াই করে। যদি ১২টা দলের মধ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা যায় তাহলে দেড় থেকে দু'মাস পর্যন্ত এই টুর্নামেন্টের প্রথম মরশুমটা চলতে পারে। 

আর যদি দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমিয়ে দেওয়া হয়, তাহলে সেকেন্ড হাফেও একটা IPL টুর্নামেন্ট শর্ট ফরম্যাটে আয়োজন করা যেতে পারে। এই দ্বিতীয় মরশুমটা ক্রিকেট বিশ্বকাপের মতো খেলা হতে পারে। 

বেশিরভাগ ক্ষেত্রেই নকআউট পর্যায়ের খেলা হবে। এমনিতেই গোটা ক্রিকেট বিশ্বে IPL-এর মতো ফরম্যাটের যথেষ্ট চাহিদা রয়েছে।' রবি শাস্ত্রীর এই মন্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই যথেষ্ট ভাইরাল হতে শুরু করেছে। তারপর থেকেই আঁচ করা হচ্ছে যে ২০২৩ সাল থেকে হয়ত বছরে ২ বার করেই IPL টুর্নামেন্ট আয়োজন করা হবে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে গত মরশুম অর্থাৎ ২০২২ সালে ১০টি দলের মধ্যে IPL টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিল। ২০১১ সালেও এই একই ফরম্যাটে খেলা হয়। 

তবে ২০১২ এবং ২০১৩ সালে ৯টি দলের মধ্যে এই ক্রিকেট লিগের আয়োজন করা হয়েছিল। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের বেশিরভাগ মরশুমেই আটটি দলের মধ্যে লড়াই দেখতে পাওয়া গিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে