রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০৪:১৮:১৫

'হার্দিককে আরও সতর্কতার সাথে ব্যবহার করা উচিত'

'হার্দিককে আরও সতর্কতার সাথে ব্যবহার করা উচিত'

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের প্রথম ম্যাচে দুর্দান্ত ছিলেন হার্দিক। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই দুরন্ত পারফরম্যান্স করে জিতেছিলেন ম্যাচের সেরার পুরস্কার। কিন্তু তারপর থেকেই যেন আর পরিচিত ছন্দ খুঁজে পাচ্ছেন না হার্দিক পান্ডিয়া।

এবার হার্দিককে নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ব্রিটিশ পেসার টিম ব্রেসনান। তিনি বলেন, “হার্দিকের দলে থাকাটা যে কোনও ক্ষেত্রে একটা বড় সুবিধা। একজন পেস বোলিং অলরাউন্ডার দলে থাকা মানে যেন একজন অতিরিক্ত ক্রিকেটার নিয়ে মাঠে নামা। তবে ও সদ্য বড় চোট কাটিয়ে ফিরেছে। হার্দিককে আরও সতর্কতার সাথে ব্যবহার করা উচিত।”

প্রসঙ্গত বর্তমানে লেজেন্ডস লিগ ক্রিকেটের অংশ হিসাবে ভারতে রয়েছেন। ব্রেসনান আরও বলেছেন, “ওকে আর একটু পরিণত হতে হবে। ওর ব্যাটিং, বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংও অত্যন্ত ভালো। ও যদি আরও একটু পরিণত হয়ে যায় তাহলে বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে একজন হয়ে যাবে।”

ভারতীয় দলের এশিয়া কাপের সুপার ফোর থেকে ছিটকে যাওয়ার ঘটনা ভারতীয় দলের বিশ্বকাপ অভিযানে কোনও প্রভাব ফেলবে না বলে মনে করেন ব্রেসনান। তবে তিনি মনে করেন তার দেশ ইংল্যান্ডের পাশাপাশি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া এই প্রতিযোগিতার বিজয়ী হওয়ার ব্যাপারে বেশি এগিয়ে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে