রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৭:৪২

এমন সিদ্ধান্ত কেন নিলেন ক্রিকেটার রুবেল হোসেন?

এমন সিদ্ধান্ত কেন নিলেন ক্রিকেটার রুবেল হোসেন?

স্পোর্টস ডেস্ক: পেসার রুবেল হোসেন জাতীয় দলের হয়ে শেষ টেস্ট খেলেছিলেন ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে। সেই রাউয়ালপিন্ডি টেস্টের পর জাতীয় দলের হয় আর সাদা পোশাকে মাঠে নামেননি বাগেরহাটের এ পেসার। তবে এবার প্রথম শ্রেণীর ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রুবেল। তবে ভক্তদের মনে প্রশ্ন, এমন সিদ্ধান্ত কেন নিলেন ক্রিকেটার রুবেল হোসেন?

এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি বলেন, প্রথম শ্রেণীর ক্রিকেট সে আর খেলতে চায় না, আমাদের কিছুদিন আগে সে বলেছিল হয়তো প্রথম শ্রেণীর ক্রিকেট ম্যাচের সময় অ্যাভেইলেবল থাকবে না। আমরা চিঠি চেয়েছি তার কাছে, তবে অফিসিয়াল মেইল এখনো পাইনি। 

শেষ এক বছর ধরে জাতীয় দলের হয়ে কোনো ম্যাচেই তাকে বল হাতে মাঠে দেখা যায়নি। সর্বশেষ গেল বছর নিউজিল্যান্ডে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন এ পেসার, এরপর আর দেখা যায়নি তাকে। যদিও কয়েক মাস ধরে পিঠের ইনজুরিতে ভুগছেন রুবেল। বর্তমানে এ পেসারকে দেখা গিয়েছে পরিবারসহ সিলেটে সময় কাটাতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে