সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ১০:৩৯:৩০

জায়গাই পাননি পোস্টার বয় কিং কোহলি! উসকে উঠল বিতর্ক

জায়গাই পাননি পোস্টার বয় কিং কোহলি!  উসকে উঠল বিতর্ক

স্পোর্টস ডেস্ক: ফের বদলাল রোহিতদের জার্সি। রবিবার নয়া জার্সি সামনে আনল বিসিসিআই (BCCI) । মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে টি২০ সিরিজ। পোস্টার সামনে আসতেই উসকে উঠল বিতর্ক। ভারতীয় দলের জার্সি পোস্টারে জায়গাই পেলেন না পোস্টার বয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের নয়া জার্সি এল প্রকাশ্যে। মঙ্গলবার থেকে শুরু হতে চলেছে টি২০ সিরিজ (T20 Series । ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে রোহিতরা। 

তাতেই ভারতকে এই নয়া জার্সিতেই দেখা যাবে। রবিবারই সেই জার্সিই লঞ্চ করল ভারতীয় বোর্ড (BCCI) । কিন্তু সেই পোস্টার সামনে আসতেই উসকে উঠল বিতর্ক। ভারতীয় দলের জার্সি পোস্টারে জায়গাই পাননি পোস্টার বয় কিং কোহলি (Virat Kohli)।

বিসিসিআই অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে পোস্ট হওয়া পোস্টারে মধ্যমণি অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পাশে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। 

মহিলা দলের তিন ক্রিকেটার অধিনায়ক হরমনপ্রীত কৌর, শেফালি বর্মা (Shafali Verma) এবং রেণুকা সিং (Renuka Singh) রয়েছেন পোস্টারে। কিন্তু জনপ্রিয়তা ও কৃতিত্বে এগিয়ে থাকা স্মৃতি মন্দনাও (Smriti Mandana) ব্রাত্য পোস্টারে।

এই প্রথম বিসিসিআই-এর অফিসিয়াল কোনও পোস্টারে জায়গা পেলেন না ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় রূপে খ্যাত বিরাট। এর পিছনেও ফের বোর্ড বনাম কোহলি দ্বন্দ্বের গন্ধ পাচ্ছেন সমর্থকেরা।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেট দলের বর্তমান জার্সির রঙের শেষ থেকে একদম আলাদা এই রং। ভারতের বিশ্বকাপের জার্সিতে এবার রয়েছে সমর্থকদের ছোঁয়া। 

এর আগে ভারতীয় ক্রিকেটের ইন্সটাগ্রামে অ্যাকাউন্টে ভিডিয়ো শেয়ার করে শ্রেয়স আইয়ার, রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে একটি বার্তা শেয়ার করতে দেখা গিয়েছিল। 

রোহিত বলেছিলেন, “সমর্থক হিসেবে, আপনারা আমাদের ক্রিকেটার বানিয়েছেন যেটা আমরা হয়েছি।” শ্রেয়স বলেন, “আপনাদের সমর্থন ছাড়া খেলাটা একই থাকবে না।” হার্দিক পান্ডিয়া বলেন, “টিম ইন্ডিয়ার নতুন জার্সিতে সঙ্গী হন।”

পরের মাসেই টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) তার আগে ওয়ার্ম আপ সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। তার আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ক'রোনা আক্রান্ত হয়ে ছিটকে গেলেন মহম্মদ সামি। মঙ্গলবার থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি-২০ সিরিজে খেলার কথা ছিল সামির। তার জায়গায় টি-২০ সিরিজে ডাক পেয়েছেন উমেশ যাদব।

২০, ২৩ ও ২৫ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। এরপর ২৮ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে রোহিত ব্রিগেড।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে