সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২, ০২:৪৬:০০

অবশেষে অবসর নেওয়ার আসল কারণ জানালেন রুবেল হোসেন

অবশেষে অবসর নেওয়ার আসল কারণ জানালেন রুবেল হোসেন

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের প্রেসার রুবেল হোসেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সর্বশেষ টেস্ট খেলেছেন পাকিস্তানের বিপক্ষে ২০২০ সালে। এরপর থেকে তাকে আর খেলতে দেখা যায়নি। অবসরের বিষয়টি একটি গণমাধ্যমে স্বাক্ষাৎকারে জানান তিনি।

নিজের সিদ্ধান্ত এরই মধ্যে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে জানিয়েছেন রুবেল। সোমবার (১৯ সেপ্টেম্বর) এ বিষয় নিয়ে রুবেল তার ভেরিফায়েড পেজ থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন- আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে অফিশিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম….

বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। 

তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন।

আমি বিশ্বাস করি, লাল বলের ক্রিকেটে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো। 

টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি২০ ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে